দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করঃ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ আগস্ট, ২০১৫, ১০:০৩:১৫ সকাল
দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করঃ
হালাল উপার্জনকারীরা খুব বেশী অপচয় করে না। আনন্দ-ফুর্তি করে টাকা খরচ করে না। একমাত্র হারাম উপার্জনকারীরা দুনিয়াতে আনন্দে-ফুর্তিতে মেতে উঠে। তাদের চোখ লজ্জাও কম। এই শ্রেণীর মানুষকে আমি প্রচন্ড ঘৃণা করি। তাদের কাছ থেকে দুরে থাকার চেস্টা করি।
আমাদেরকে মনে রাখতে হবে যে, হারাম উপার্জন করে দান করলে আল্লাহর দরবারে সে দান কবুল হবে না। হারাম উপার্জনকারীর নামায ও কবুল হবে না। তাই যত কষ্ট হোক না কেন হালাল উপার্জন করতে হবে। কর্মক্ষেত্রে/ব্যবসায়ে মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকতে হবে।
জান্নাতে যেতে চাইলে হালাল উপার্জন কর।
জাহান্নামে যেতে চাইলে হারাম উপার্জন করে খাও দাও ফুর্তি কর।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-ভাল লাগল, জনাব.. ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন