ফেইসবুকে পরিবারের ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ মে, ২০১৫, ০১:৫৯:২২ দুপুর
বিয়ের পরে আমার পুত্র-কন্যার মাতাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। ছবি তুলেছি। আজ পর্যন্ত ফেইসবুকে ওনার কোন ছবি দিইনি। ওনার ছবি শেয়ার করার সাহসও পাইনি। কারণ ফ্রেন্ডলিস্টের সবাই পরিচিত ও আপনজন নয়। ওনার ছবি দিলে হয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেতাম। যেমনঃ ভাবীকে সুন্দর লাগছে/নাইস/ফাটাফাটি/অনেক সুন্দর ইত্যাদি। শতশত লাইক ও পেতাম।
অনেক আগে এক ভাই বলেছিলেন " ভাবীর ছবি নাই কেন?" ওনাকে আমি বলেছিলাম " ওনার ছবি ফেইসবুকে কোন দিন আসবে না"। তাছাড়া কেউ শেয়ার করলেও আমি তাকে রিমোভ করতে অনুরোধ করি। কারণ আমি চাই না আমার পুত্র- কন্যার মাতাকে অপরিচিতজনরা দেখুক।
তাছাড়া কিছু লাইক ও মন্তব্যর আশায় নিজের বউকে ফেইসবুকে তুলে ধরতে চাই না। আমার পুত্র-কন্যার মাতা ও কোন দিন ছবি দিতে অনুরোধ করে নি। খুব বেশী ছবি তুলতেও অপারগতা প্রকাশ করে।
ফেইসবুকে যারা বউয়ের ছবি দেয় তাদেরকে বলি, দয়া করে এ কাজটি থেকে বিরত থাকুন।
আপনার বউয়ের চেহেরা অন্যরা দেখবে কেন? বউয়ের সৌন্দর্য শুধুমাত্র আপনিই উপভোগ করুন। বউয়ের সাথে তোলা ছবিগুলো ফেইসবুকে না দিয়ে নিজের মোবাইলে অথবা কম্পিউটারে সেভ করে রাখুন।
ফেইসবুকে নিজের বউয়ের ছবি শেয়ার করলে সেই ছবি মুহুর্ত্বেই অনেকের দখলে চলে যেতে পারে। আপনি রিমোভ করে দিলে ও অন্যদের মোবাইলে থেকে যাবে। এতে করে দাম্পত্য জীবনে অশান্তিও সৃস্টি হতে পারে। তাই ফেইসবুকে বউয়ের ছবি শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।
মোহাম্মদ জামাল উদ্দীন, কাতার প্রবাসী ব্লগার।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ...
জামাল ভাই....
ইনশাআল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন