ইসলামের বিরুদ্ধে লিখালিখি করলে আল্লাহ তায়ালা ও নাখোশ হন।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ মার্চ, ২০১৫, ০৫:১৮:২০ বিকাল
ইন্টারনেট আসার আগে সবাই ডায়েরীতে বিভিন্ন
ঘটনা লিখে রাখত। ইন্টারনেট আসার পরে ডায়েরীর
পরিবর্তে সবাই ফেইসবুক, ব্লগে লিখালিখি শুরু করে।
ব্লগ অর্থ দিনলিপি। ঠিক ডায়েরীর মত। যারা ব্লগে
লিখেন তাদেরকে ব্লগার বলা হয়। ব্লগে বিভিন্ন
বিষয়ে লিখা যায়। কোন বাধা নেই। তবে যারা ধর্ম
মানেনা তারা ধর্মের বিরুদ্ধে লিখালিখি করে
বিতর্কিত হয়। তারাই এক সময় আক্রান্ত হয়। হয়তবা
তাদের লেখনির মাধ্যমে স্বয়ং আল্লাহ ও নাখোশ
হন।
২০০৮ সালে দুবাইতে বয়সে জুনিয়র এক ব্লগারের
সাথে দেখা হয়। সে কবিতা লিখত। আমার লিখার
নাকি ভক্ত ছিল। আলোচনার এক পর্যায়ে সে
নিজেকে নাস্তিক বলে স্বীকার করে। এই কথা শুনে
তার সাথে আর কোন দিন কথা বলিনি। কারণ একজন
নাস্তিকের সাথে কখনও বন্ধুত্ব হতে পারে না।
নাস্তিকদের বিভিন্ন ব্লগ সাইটে ভুলেও প্রবেশ করি
না। কারণ ইসলাম বিদ্বেসী লিখাগুলো পড়লে যে
কারো মন খারাপ হবে। আল্লাহ! আমাদেরকে
নাস্তিকদের থেকে দুরে রাখুক। আমিন।।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রয়োজনে তাদের লিখার চুম্বক অংশ কোট করে আপনার লিখায় সেগুলো ভুল প্রমাণিত করে মানুষ কে প্রকৃত সত্যটা জানাবেন।
ছোট মানুষ,
মন্তব্য করতে লগইন করুন