এক প্রবাসী রেমিটেন্স সৈনিকের গল্পঃ

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ মার্চ, ২০১৫, ০৯:৪৪:৩৪ সকাল



প্রবাসের ডায়েরীঃ

ছবির এই ভাইটির নাম দিদার। কাতারের শামাল

এরিয়ায় একটি কাতারী পরিবারের ড্রাইভার

হিসেবে কাজ করছে। দিদার ছোট একটি রুমে থাকে।

রুমে রান্না করা নিষেধ আছে বলে তাকে আরবী

খাবার খেতে হয়। বাংলাদেশী খাবারে অভ্যস্ত

বলে দিদার আরবী খাবার খেতে পারে না। তাই তো

দিন দিন তার স্বাস্থ্যর অবনতি হচ্ছে।

দিদার কাতারে আসার আগে দুবাইতে সাইন বোর্ডের

কাজ করত। ভিসা সংক্রান্ত জটিলতায় আরব

আমিরাত থেকে গত বছর দেশে গিয়ে দালালের

খপ্পরে পড়ে কাতারে এসে মানবেতর জীবন যাপন

করছে। দালাল তাকে ভাল বেতনের চাকরীর লোভ

দেখিয়ে কাতারে নিয়ে আসে। স্বল্প বেতন পেয়ে

দিদার সন্তুস্ট নয় বলে অবসর সময়ে নিজের মেধা

দিয়ে মজলিশ তৈরী করছে।

মজলিশ হচ্ছে একটি ঘরের মত। গাড়ীর পেছনে বেধে

আরবীরা এই মজলিশকে জংগলে নিয়ে যায়। এই

মজলিশে বসার জায়গা, টয়লেট, এসি ও খাবার রাখার

ব্যবস্থা আছে।

দিদার ছবির এই মজলিশটি নিজে তৈরী করছে। এটি

তার মালিক ৪৫০০০ রিয়ালে বিক্রি করবে। দিদারকে

খুশী হয়ে হাজার খানিক রিয়াল ধরিয়ে দিবে।

দিদার এর আগেও আরেকটি মজলিশ তৈরী করে এক

হাজার রিয়াল পেয়েছিল।

দিদার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আরো

বেশী রিয়াল ইনকামের আশায় তার মালিক থেকে

ভিসা পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্ত

তার মালিক তাকে কিছুতে সেই সুযোগ দিচ্ছে না।

অন্য কোথাও কাজ করতে চাইলে তাকে দেশে

পাঠিয়ে দেবার হুমকি দেয়

অবিবাহিত যুবক দিদার এখন হতাশার সমুদ্রে হাবুডুবু

খাচ্ছে। এই রকম হাজারো দিদার বিভিন্ন সমস্যায়

পড়ে প্রবাসে কস্টে আছে। তাদের এই দুঃখ কস্ট

দেখার কেউ নাই। একমাত্র আল্লাহর দরবারে

কান্নাকাটি করা ছাড়া কোন উপায় নাই।

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310404
২২ মার্চ ২০১৫ সকাল ১০:৪৮
জোনাকি লিখেছেন : খুবি দুঃখজনক।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৯
251449
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
310406
২২ মার্চ ২০১৫ সকাল ১১:১৫
বাকপ্রবাস লিখেছেন : দিদার, হাসি খুশি মাখা তার চেহারা ভেসে উঠে মনের পর্দায়, আমরা চা খেয়েছিলাম বিলটা আমাদের দিতে দেয়নি, বলল মেহমান আসছেন, ছবি তুলছিলাম দুষ্টামি করে বলছিল এভাবে তুলেন সবাই হাসবে, তার ভেতরের দুঃখটা যেন হাসি দিয়ে চেপে রাখার চেষ্টা, এটা ছাড়াতো আর আর উপায় নেই।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
251451
সিটিজি৪বিডি লিখেছেন : তার জন্য মনটা কান্দেরে ভাই।
310411
২২ মার্চ ২০১৫ সকাল ১১:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন এই রকম দিদার ভাইদের জীবনে যেন দুঃখের পরিবর্তে সুখের সন্ধান দেন
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
251452
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
310413
২২ মার্চ ২০১৫ সকাল ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই গাড়ি তৈরি করার যোগ্যতা যার আছে সে তো কষ্ট করে দেশেই কিছু করতে পারত। অবশ্য দেশের বর্তমান পরিস্থিতি তাকে বিদেশ যেতে বাধ্য করেছে বলেই মনে হয়।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫১
251453
সিটিজি৪বিডি লিখেছেন : কোথাও শান্তি নাই অভাবীদের।
310414
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অনেকদিন পর আপনার লেখা পড়ছি। সোনার তরী কবিতাটার কথা মনে পরে গেল। সবাই মানুষের কর্মটা নিজের স্বার্থে আদায় করে নেয় কিন্তু যে মানুষটা কর্ম সাধন করে সে থেকে যায় অবহেলিত।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫২
251454
সিটিজি৪বিডি লিখেছেন : সময় পাই না বলে দুরে থাকি।
310418
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
দ্য স্লেভ লিখেছেন : আরবের অনেক ধনী লোক শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ এদেরকে হেদায়াত দিক। দিদারের জন্যে দোয়া রইলো
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫২
251455
সিটিজি৪বিডি লিখেছেন : আমার জন্য ও করবেন।
310438
২২ মার্চ ২০১৫ দুপুর ০১:০৬
আফরা লিখেছেন : আল্লাহ উনার প্রতি সদয় হোক এই কামনা রইল ।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫২
251456
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
310450
২২ মার্চ ২০১৫ দুপুর ০২:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : দোয়া রইল, দ্রুতই দিদার এই সমস্যা কাটিয়ে উঠবে, নিশ্চয় একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ্‌ ভরসা
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
251457
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
310461
২২ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৫
আবু জান্নাত লিখেছেন : হাজারো দিদার প্রবাসে আজ বড় অসহায়। দিদারদের জন্য দোয়া রহিল।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
251458
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
251459
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
১০
310462
২২ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
মু নূরনবী লিখেছেন : বিদেশী ছেলেদের বিয়েল মার্কেট চড়া!
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
251460
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক।
১১
310687
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৩৫
২৪ মার্চ ২০১৫ রাত ০৩:৩৭
251749
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File