۞۞۞ এই রিক্সা যাবি? ۞۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ মার্চ, ২০১৩, ১০:৫৯:৫১ রাত



রিক্সায় চড়েনি এমন মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে? ধনীরা হয়ত না চড়তে পারে কিন্তু গরীবদের একমাত্র বাহন রিক্সা। প্রতিদিন চলার পথে শত শত রিক্সা দেখি। নানান রকমের রিক্সা। কিশোর থেকে বৃদ্ধ বয়সের রিক্সা চালক চোখে পড়ে। রিক্সা চালাতে কোন প্রাতিষ্টানিক শিক্ষার প্রয়োজন হয় না। রিক্সা চালকের কোন লাইসেন্স নেই। কিছু কিছু এলাকা ছাড়া যে যেখানে খুশী রিক্সা চালাতে পারে। রিক্সা চালাতে কোন তেল লাগে না। শুধুমাত্র হাত আর পা দুটো ঠিকভাবে কাজ করলেই চলে। রিক্সা চালকদের অবশ্যই শক্তির প্রয়োজন আছে। তাই তাদেরকে রিক্সা চালাতে গিয়ে কিছুক্ষন পর পর খেতে হয়।

۞۞۞রিক্সা চালকদের সাথে আমরা কি রকম আচরণ করি? ۞۞۞

গ্রাম অঞ্চলের রিক্সাওয়ালারা পরিচিত বলে কেউ " এই রিক্সা যাবে/যাবি? বলে না। কিন্তু শহরে রিক্সাচালকরা অপরিচিত বলে আমাদের দেশের কিছু কিছু মানুষ বিশেষ করে স্কুল-কলেজ-ভার্সিটির ছেলে-মেয়েরা খালি রিক্সা দেখলেই বলে-" এই খালি যাবে/যাবি? বা এই রিক্সা যাবে/যাবি? রিক্সা কি কথা বলতে পারে? বাপের বয়স/ভাইয়ের বয়সী রিক্সাচালককে তুই-তুকারী শব্দ বলা কি ঠিক? আমরা কি বলতে পারি না, রিক্সাওয়ালা চাচা/ভাই যাবেন?

۞۞۞ভাড়া নিয়ে বাড়াবাড়িঃ ۞۞۞

অনেকে খালি রিক্সা দেখলেই চালককে কিছু না বলে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা কোথায় যাবেন জিজ্ঞেস করলে উত্তর দেয়, "এই তো সামনে"। কিন্ত সামনের পথটা কোথায় গিয়ে শেষ হবে রিক্সাওয়ালা জানে না। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে অনেক সময় ঝগড়া শুরু করে দেয়। আর যাত্রী ভাড়া না দিয়ে বা কম ভাড়া দিয়ে চলে যায়। রিক্সাওয়ালা অসহায়ের মত তাকিয়ে থাকে।

۞۞۞কিছু ফ্রি টিপসঃ۞۞۞

۞ রিক্সায় ওঠার আগে কোথায় যাবেন বলুন।

۞ ভাড়া কত দিতে হবে জেনে নিন।

۞ কয়জন যাবেন তাও বলুন।

۞ রিক্সাওয়ালাকে বসিয়ে রেখে পথের মধ্যে আড্ডা দেয়া উচিত নয়।

۞ ভাংতি টাকা নিয়ে রিক্সায় উঠুন।

۞ উচু রাস্তার দিকে চলার সময় রিক্সা থেকে নেমে পড়ুন।

۞ প্রয়োজনে রিক্সাওয়ালাকে সাহায্য করুন।

۞ রিক্সাওয়ালার সাথে ভাল আচরণ করুন।

۞ তাদের গায়ে হাত তুলবেন না।

۞۞۞ সাবধানতা অবলম্বন করুনঃ۞۞۞

অনেক ছিনতাইকারী রিক্সাওয়ালা সেজে রিক্সা চালায়। তারা নারীদেরকে টার্গেট করে থাকে। তাই রিক্সায় ওঠার আগে রিক্সাওলাকে ভাল করে দেখে নিন। সন্দেহ হলে অন্য রিক্সা নিন।

۞۞۞আমার অভিজ্ঞতাঃ۞۞۞

কয়েক বছর আগে দেশে গিয়ে একদিন বিকেলে আড়ং এর পায়জামা-পানজাবী পরে রিক্সায় চড়ে চট্টগ্রাম মুরাদপুর থেকে আগ্রাবাদ গিয়েছিলাম। একা একা রাজপথে বিয়ের আগে রিক্সায় চড়ে ঘুরতে ভাল লেগেছি। সন্ধ্যার আগে আগ্রাবাদ থেকে আবারও রিক্সায় চড়ে বাসায় এসেছিলাম। বাসার সামনে নেমে ভাড়া দেবার জন্য পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। পরে বাসা থেকে টাকা এনে রিক্সা ওয়লাকে বিদায় করেছিলাম। (আমার মনে হয় চিনতাইকারী রিক্সার পেছনে উঠে আমার পকেট থেকে মানিব্যাগ চুরি করেছিল।)

۞۞۞ অতীতের স্মৃতিঃ ۞۞۞

আজ থেকে ১৫/২০ বছর আগে গ্রাম-অঞ্চলে বিয়ের পরে নতুন বউকে রিক্সায় শাড়ী পেঁচিয়ে শাশুর বাড়ী থেকে বাপের বাড়ীতে আবার বাপের বাড়ী থেকে শাশুর বাড়ীতে পাঠানো হতো। সেই দৃশ্য কি আমরা দেখছি?

রিক্সায় ভ্রমন নিয়ে আপনাদের কোন মজার কাহিনী মনে পড়লে শেয়ার করুন।











বিষয়: বিবিধ

৪৭০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File