প্রবাসী জামাই...............
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ মার্চ, ২০১৫, ১২:৫৪:৪০ দুপুর
দেশে কাজ না পেয়ে বিবাহিত অবিবাহিত অনেক ভাই বিদেশে পাড়ি দেন। এদের সংখ্যা কোটির ও বেশী। কেউবা বছরে একবার কেউবা দুই বছরে একবার দেশে যাবার সুযোগ পান। অনেকে সমস্যায় পড়ে দেশেই যেতে পারে না। এর জন্য প্রবাসী দায়ী নয়। এক জনের অপরাধ দিয়ে সবাইকে দোষারুপ করা উচিত নয়। মা-বাবা জেনে শুনেই প্রবাসীর হাতে কন্যাকে তুলে দেন। দেশে এমন কোন বাড়ী নেই যে বাড়ীতে ১৫/২০ জন প্রবাসী নেই। দেশে কাজ পেলে কেউ প্রবাসী হতো না। প্রবাসে থাকাটা কত কস্টের একমাত্র প্রবাসীই জানে।।
-------------------------------------------
প্রবাসীর স্ত্রী পরকিয়ার সাথে জড়িত/যুবকের সাথে পলায়ন... ছবিসহ এই সংবাদগুলো দেখলে খুবই খারাপ লাগে। অনেকে নানান আজে-বাজে মন্তব্যও করে থাকেন। অনেকে আবার কোরআনও হাদীস দ্বারা ব্যখাও করে থাকেন। কিন্তু কেন বাংলার এক কোটি মানুষ আজ প্রবাসী কেউ জানতে চায় না।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই যেন স্ত্রীদের দোষটাই দেখেন...
তাদের অনেকের স্বামীরা ও যে বিদেশে নোংরা কাজে জড়িত।
টাকা পয়সা বিপথে খরচ করে আর দেশের মা, বাবা, স্ত্রী, সন্তানের খোজ কমই নেয়।
মন্তব্য করতে লগইন করুন