চিঠি দিও প্রতিদিন ওয়াটআপে কথা পাঠিও প্রতিদিন ভাইভারে ছবি পাঠিও প্রতিদিন ফেইসবুকে
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১২:১৪ রাত
চিঠি দিও প্রতিদিন ওয়াটআপে
কথা পাঠিও প্রতিদিন ভাইভারে
ছবি পাঠিও প্রতিদিন ফেইসবুকে
এখন আর কেউ প্রবাসীর ঠিকানা জানতে চায়না। কেননা ফেইসবুক খুললেই প্রিয়মুখগুলো দেখা যায়। ভাইভার/ওয়াটআপ আরো কতকি এসেছে যেগুলো দিয়ে ফ্রিতে কথা বলা যায়, ছবি আদান প্রদান করা যায়। আগের জামানার মত কথা রেকডিং করে পাঠানো যায়। অপ্রিয় হলেও সত্যযে কিছু কিছু প্রবাসীর বউ এখনো এসব প্রযুক্তি থেকে অনেক দুরে রয়ে গেছে। তারা জানে যে এসব প্রযুক্তি থেকে দুরে থাকলেও তার প্রবাসী স্বামীটি ঠিকই প্রতিদিন মোবাইলে কথা বলবে। কথা না বলে যাবেই বা কোথায়? সুখ-দুঃখের কথা গুলো কি আর সবাইকে শেয়ার করা যায়?
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন