বাপ দাদার জমিজমা বিক্রী করে প্রবাসে এসে নিজের জীবনটা নস্ট না করে দেশেই কিছু একটা করুন।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৪:৪০ রাত
এই প্রবাসী ভাইটির নামঃ সাগর। পাকিস্থানী মালিকাধীন
একটি প্রতিস্টানে কাজ করে। বেতন মাত্র ১১০০ রিয়াল। সকল খরচ
বাদ দিয়ে মাসে বাংলাদেশী দশ হাজার
টাকা দেশে পাঠাতে পারে। কাতার প্রবাসী আপন ভাগিনার
হাতে তিন লাখ টাকা তুলে দিয়ে গত
ডিসেম্বরে কাতারে আসে। প্রবাসে এসেই সাগর
বুঝতে প্রবাস জীবনটা কেমন। ভিসার টাকা কবে নাগাদ
তুলতে পারবে এই ভাইটি জানে না।
সাগর দেশে প্রতিমাসে ১৫০০০ হাজার টাকা বেতনের কাজ করত।
আরো বেশী টাকা রোজগারের আশায় দালালের
খপ্পরে পড়ে কাতারে এসে এখন ফেসে গেছে। এক
কন্যা সন্তানের জনক সাগর এখন দুঃখের সাগরে ভাসছে।
এরকম লাখো সাগর প্রবাসে বিভিন্ন কস্টে আছে। তাদের
বেশীর ভাগ প্রতারণার শিকার।
তাই প্রবাসে আসার আগে ভাল করে চিন্তা করুন।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বেচ্ছাপ্রনোদিত হয়ে ক্রীতদাস হবার কোন মানে হয় না।
আমার এক পরিচিত আছেন যিনি তার জমানো টাকা দিয়ে একটা ট্যাক্সি কিনেছেন। ড্রাইভিংও জানেন বেশ ভালো। কয়েকদিন চালিয়ে বসে পড়লেন। জানলাম লোকে হাসাহাসি করে লেখাপড়া শিখে ড্রাইভারী করছে! তাই নতুন ড্রাইভার খুজছেন। না পাওয়া পর্যন্ত গাড়ী বন্ধ। এই হলো অবস্থা! কেউ নিজের চেষ্টায় কিছু করতে চাইলেও সেটা লোকের কুটিলতায় আর এগুতে পারেনা!
নিজের দোকান দেন হাজারটা ফ্যাকড়া আর চাঁদাবাজি।
নিজে একটা ইন্ড্রাস্ট্রি করার চেস্টা করেন বিভিন্ন সরকারি নিয়ম পালন করতে গিয়ে বিরক্ত হয়ে যাবেন।
মন্তব্য করতে লগইন করুন