হঠাও বাকশাল বাচাও দেশ।।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৫৪:৫৩ সন্ধ্যা
রাজনীতিমুক্ত দেশে বিগত ২০০৩ সাল থেকে বসবাস করছি।
এই প্রবাসে--
নাই হরতাল
নাই মারামারি
নাই খুন খারাবি
হয়না মায়ের বুক খালি।
আর আমাদের দেশে--
রাজনীতি নিয়ে
চলছে লড়াই চলছে
মারামারি হচ্ছে
মায়ের বুক খালি হচ্ছে
সম্পদ নস্ট হচ্ছে
এর জন্য দায়ী কে?
আমরা জনগন দায়ী।
সঠিক দলকে আমরা ক্কমতায় বসাতে পারিনি বলে আজ এই অবস্থা।
ক্কমতায় বসে ওরা মানুষ মারে।
জনগনের টাকা লুটপাট করে।
ইসলাম নিয়ে কটুক্তি করে।
প্রবাসীদেরকে কস্টে রাখে।
পর্দা পরিহিতা মুসলিম নারীদেরকে নিয়ে আজেবাজে কথা বলে।।
এখন আর বসে থাকার সময় নেই। চলমান এই যুদ্ধে জয়ী হতে না পারলে সামনে আরো কঠিন বিপদ আসবে।।
হঠাও বাকশাল
বাচাও দেশ।।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিতো ভেবে অবাক।
জাতিসংঘের চাপে আছে জানি
গাধা খায় ঘোলা করে পানি।
মন্তব্য করতে লগইন করুন