জীবন কাতারে যেমনঃ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৯:৫৮ রাত
করিম চাচা ২২ বছর দুবাইতে পেইন্টারের কাজ করেছিলেন। সাড়ে তিন বছর আগে কাতার প্রবাসী বউয়ের বড় ভাইয়ের কাছ থেকে ভিসা নিয়ে কাতারে চলে আসেন। কাতারে আসতে করিম চাচাকে সাড়ে ছয় লাখ টাকা করচ করতে হয়। কাতারে এসেও ওনি পেইন্টারের কাজ করে চলেছেন। ছয় মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও করিম চাচার বউয়ের বড় ভাই ভিসা নবায়ন করে দেয়নি। কয়েকজনের কাছে ভিসার টাকা জমা দিয়ে তারাও গা ঢাকা দেয়। এ অবস্থায় করিম চাচা দেশে ও যেতে পারছে না। ভিসার দালালেরা আপন বোনের জামাইয়ের সাথে প্রতারণা করছে। এ রকম হাজারো প্রবাসী বিভিন্ন সমস্যায় আছে। অনেকে বছরের পর বছর এই প্রবাসেই কাটিয়ে দিচ্ছেন।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোরের যেমন শশুরবাড়ি থাকে না তেমনি বদমাইশ দালালদেরও আত্মীয় সম্পর্ক থাকে না!
এমন বাস্তবতার কথা আমিও জানি একটা!!
আমাদের এখানে এরকম ঘটনা হাজারো।
মন্তব্য করতে লগইন করুন