জীবন কাতারে যেমনঃ

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৯:৫৮ রাত



করিম চাচা ২২ বছর দুবাইতে পেইন্টারের কাজ করেছিলেন। সাড়ে তিন বছর আগে কাতার প্রবাসী বউয়ের বড় ভাইয়ের কাছ থেকে ভিসা নিয়ে কাতারে চলে আসেন। কাতারে আসতে করিম চাচাকে সাড়ে ছয় লাখ টাকা করচ করতে হয়। কাতারে এসেও ওনি পেইন্টারের কাজ করে চলেছেন। ছয় মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও করিম চাচার বউয়ের বড় ভাই ভিসা নবায়ন করে দেয়নি। কয়েকজনের কাছে ভিসার টাকা জমা দিয়ে তারাও গা ঢাকা দেয়। এ অবস্থায় করিম চাচা দেশে ও যেতে পারছে না। ভিসার দালালেরা আপন বোনের জামাইয়ের সাথে প্রতারণা করছে। এ রকম হাজারো প্রবাসী বিভিন্ন সমস্যায় আছে। অনেকে বছরের পর বছর এই প্রবাসেই কাটিয়ে দিচ্ছেন।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296138
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০১
কাহাফ লিখেছেন :
চোরের যেমন শশুরবাড়ি থাকে না তেমনি বদমাইশ দালালদেরও আত্মীয় সম্পর্ক থাকে না!
এমন বাস্তবতার কথা আমিও জানি একটা!!
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫২
239830
সিটিজি৪বিডি লিখেছেন : দালালদের কাছ থেকে ভিসা নিলে কস্ট ভোগ করতে হবে।
296170
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্যবসায়ে সব সমান!!
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫২
239831
সিটিজি৪বিডি লিখেছেন : তাই নাকি?
296182
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
ইবনে আহমাদ লিখেছেন : বাস্তবতা এমনই। কেউ প্রয়োজনে আর কেউ অভ্যাসে। প্রয়োজনটার লাগাম না ধরতে পারলে এমন হয়।
আমাদের এখানে এরকম ঘটনা হাজারো।
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৩
239832
সিটিজি৪বিডি লিখেছেন : সমস্যার শেষ নেই।
296225
২১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
আফরা লিখেছেন : দালালেরা নিজের ভাইয়ের সাথে ও এমন করে আর এ তো বোনের জামাই ।
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৪
239833
সিটিজি৪বিডি লিখেছেন : বোন ভাল মানুষের সংখ্যা দিন দিন কমছে
296268
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দালালেরা নিজের ভাইয়ের সাথে ও এমন করে আর এ তো বোনের জামাই আল্লাহ উনার সুব্যবস্থা করে দিন।
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৪
239834
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File