---হে পুত্র আজ জন্মদিন তোমার---
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৪:০৭ রাত
হে পুত্র! আজ জন্মদিন তোমারঃ
আজ ১৭ ডিসেম্বর-২০১৪ আমার পুত্র আফরাজ মাহমুদ এর প্রথম জন্মদিবস। ২০১৩ সালের এই দিনে আমি দুবাইতে প্রবাসী ছিলাম বলে পুত্রকে দেখতে পারিনি, তাকে কোলে নিয়ে আদর করতে পারিনি। গত মে থেকে আগস্ট চারটি মাস দেশেই ছিলাম। পুত্র ও কন্যাকে আদর করার সুযোগ পেয়েছিলাম। পুত্র ও কন্যাকে বাসায় রেখে বেশিক্কণ বাইরে থাকতে পারতাম না।
ছোট বাচ্চাদেরকে লালন-পালন করতে গিয়ে মাকে যে কি পরিমাণ কস্ট ও ত্যাগ স্বীকার করতে হয় নিজের চোখে দেখেছিলাম। আমি ও সন্তানের মাতার পাশে থেকে কিছুটা সহযোগিতা করেছিলাম। রাতে কারেন্ট চলে গেলে পুত্র ও কন্যাকে বুকে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতাম। পুত্র ও কন্যার সেবা করতে গিয়ে নির্ঘুম রাত ও পার করেছিলাম।
আমি কাতার প্রবাসী। পুত্র ও কন্যা থেকে অনেক দুরে আছি। ফোন করে তাদের প্রতিদিনের কর্মহকান্ড জেনে নিই। আমার পুত্র একটু একটু হাটার চেস্টা করে। দাদ্দা, মাম্মা বলে ডাকে। এই পিচ্ছিকে বাসার সবাই পাহারায় রাখে।
আজকের এই দিনে পুত্র ও কন্যার কথা বেশী মনে পড়ছে। দুর প্রবাস থেকে আমি শুধু দোয়াই করি। হে আল্লাহ আমার পুত্র, কন্যা, স্ত্রী, মা বাবা, ভাই-বোনসহ পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখিও। আমিন।
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফরাজের আব্বু আম্মুর জন্য।
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত দিন হোক আরো উজ্জল
সুন্দর দিন কামনায়...”
শুভ জন্মদিন
মন্তব্য করতে লগইন করুন