---হে পুত্র আজ জন্মদিন তোমার---

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৪:০৭ রাত



হে পুত্র! আজ জন্মদিন তোমারঃ

আজ ১৭ ডিসেম্বর-২০১৪ আমার পুত্র আফরাজ মাহমুদ এর প্রথম জন্মদিবস। ২০১৩ সালের এই দিনে আমি দুবাইতে প্রবাসী ছিলাম বলে পুত্রকে দেখতে পারিনি, তাকে কোলে নিয়ে আদর করতে পারিনি। গত মে থেকে আগস্ট চারটি মাস দেশেই ছিলাম। পুত্র ও কন্যাকে আদর করার সুযোগ পেয়েছিলাম। পুত্র ও কন্যাকে বাসায় রেখে বেশিক্কণ বাইরে থাকতে পারতাম না।

ছোট বাচ্চাদেরকে লালন-পালন করতে গিয়ে মাকে যে কি পরিমাণ কস্ট ও ত্যাগ স্বীকার করতে হয় নিজের চোখে দেখেছিলাম। আমি ও সন্তানের মাতার পাশে থেকে কিছুটা সহযোগিতা করেছিলাম। রাতে কারেন্ট চলে গেলে পুত্র ও কন্যাকে বুকে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতাম। পুত্র ও কন্যার সেবা করতে গিয়ে নির্ঘুম রাত ও পার করেছিলাম।

আমি কাতার প্রবাসী। পুত্র ও কন্যা থেকে অনেক দুরে আছি। ফোন করে তাদের প্রতিদিনের কর্মহকান্ড জেনে নিই। আমার পুত্র একটু একটু হাটার চেস্টা করে। দাদ্দা, মাম্মা বলে ডাকে। এই পিচ্ছিকে বাসার সবাই পাহারায় রাখে।

আজকের এই দিনে পুত্র ও কন্যার কথা বেশী মনে পড়ছে। দুর প্রবাস থেকে আমি শুধু দোয়াই করি। হে আল্লাহ আমার পুত্র, কন্যা, স্ত্রী, মা বাবা, ভাই-বোনসহ পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখিও। আমিন।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295065
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৩
আফরা লিখেছেন : হে আল্লাহ আমার পুত্র, কন্যা, স্ত্রী, মা বাবা, ভাই-বোনসহ পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখিও। আমিন-----আমীন ।
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪২
238481
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ ছোট আপু
295079
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩২
আফরোজা হাসান লিখেছেন : জারিফা আর আফরাজের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা আর আদর রইলো! Angel Good Luck Rose Happy Angel
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
238519
সিটিজি৪বিডি লিখেছেন : শুকরিয়া আপু
295099
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ ওদেরকে সুস্থ রাখুন।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
238520
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন
295117
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আফরাজ ও জারিফার জন্য।



আফরাজের আব্বু আম্মুর জন্য।

১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
238521
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ ওহিদ ভাই
295121
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৮
বাজলবী লিখেছেন : অামিনন
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
238648
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
295123
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২১
বাজলবী লিখেছেন : অামিন।
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
238649
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
295126
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
Sada Kalo Mon লিখেছেন : “তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত দিন হোক আরো উজ্জল
সুন্দর দিন কামনায়...”
Rose Good Luck Rose শুভ জন্মদিন Rose Good Luck Rose
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
238651
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
238652
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
295129
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : আফরাজ ও জারিফার জন্য অনেক আদর ও দুয়া রইল Angel Praying
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
238676
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ
295165
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
বৃত্তের বাইরে লিখেছেন : দোয়া রইল আফরাজ ও জারিফা মামনির জন্য Praying Rose Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
238650
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
238679
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
238680
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
238681
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১০
295167
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
জোনাকি লিখেছেন : আমীন। Praying
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
238678
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১১
295179
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
238677
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১২
295186
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : শুভ জন্মদিন আফরাজ। জাযাকাল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়া আখিরাহ।
১৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
238653
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১৩
295264
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
ভিশু লিখেছেন : আফরাজ সোনামণির জন্য অন্নেক দোয়া রইলো।

Praying Good Luck Angel Rose
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫০
238816
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও খাব।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File