প্রবাসে নারী শ্রমিকেরা কতটুকু নিরাপদ?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ নভেম্বর, ২০১৪, ০৮:৪৫:৪০ রাত



প্রবাসে নারী শ্রমিকেরা কতটুকু নিরাপদ? কাতারিদের বাসায় কাজ করার জন্য ম্যানপাওয়ার সাপ্লাই কোম্পানি গুলো বিভিন্ন দেশ থেকে নারি শ্রমিক আমদানি করে থাকে।। কাতারিরা নিজেদের পছন্দমত নারি শ্রমিককে ১০ থেকে ১২ হাজার রিয়ালের বিমিময়ে কিনে নেয়।। এই নারি শ্রমিকদেরকে খাদ্দামা বলা হয়।। এক শ্রেনির লম্পট কাতারি তাদের উপর অত্যাচার করে।। কিছু কিছু কাতারি ভাল আচরণ করে।। ভাল এর সংখ্যা খুব কম।। তারা টাকার বিনিময়ে একের পর এক খাদ্দামা পাল্টায়।। আমাদের দেশ থেকেও অনেক নারী শ্রমিক আসছে।। না জানি তারা কেমন আছে।। ম্যানপাওয়ার অফিসে প্রতিদিন খাদ্দামা আনা নেওয়ার দৃশ্য দেখি।। তাদের মুখে কখনো হাসি দেখিনি।। কাতারির বাসায় কাজ করে এমন এক ভাই বলেছে,, আমাদের দেশের নারি শ্রমিকেরা নাকি ভাল নেই।।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287337
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু এই রফতানি নিয়াই তো বিরাট সাফল্যের গপ্প চলিতেছে।
287370
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
আফরা লিখেছেন : ভাল থাকবে না আর এভাবে মহিলাদের দেশ ছেড়ে আসাও ঠিক না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File