ট্যুর এন্ড ট্রাভেলঃ চট্টগ্রাম War Cemetery

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ জুন, ২০১৪, ০১:০৭:৫৯ দুপুর































কোথায়ঃ চট্টগ্রাম War Cemetery চট্টগ্রাম শহরের বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত। জিইসি মোড় থেকে সামান্য পূর্ব দিকে।

খোলা থাকেঃ প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১২ টা, বিকেল ২ টা থেকে পাঁচটা। হরতালের দিন বন্ধ থাকে।

কি কি দেখবেনঃ বিশ্ব যুদ্ধে নিহত সেনাও বিমান বাহিনীর ৭৫৫জন সৈনিকদের কবর আছে।

আপনিও এই সুন্দর জায়গাটিতে ভ্রমন করতে পারেন।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233679
১১ জুন ২০১৪ দুপুর ০১:২৭
প্রেসিডেন্ট লিখেছেন : ওয়াও, দারুণ সব ছবি!
আমি কয়েকবার গিয়েছিলাম। আড্ডা দেয়ার জন্য খুব চমৎকার।
১১ জুন ২০১৪ দুপুর ০১:২৯
180294
সিটিজি৪বিডি লিখেছেন : এই কবরস্থানেও পোলাপাইন আড্ডা দিতে দেখা যায়..
233691
১১ জুন ২০১৪ দুপুর ০২:০৪
ইবনে আহমাদ লিখেছেন : সুন্দর একটি জায়গা। আমার যাওয়া হয়েছিল যখন আমি ছিলাম একেবারে পিচ্চি। আগামীতে যাবো।
১১ জুন ২০১৪ বিকাল ০৪:০২
180352
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও পিচ্চি বেলা থেকে ঘুরেছি।
233704
১১ জুন ২০১৪ দুপুর ০২:১৮
প্রবাসী আশরাফ লিখেছেন : বিভিন্ন দিক থেকে ছবি তোলার কারনে তা দেখে একরকম ভ্রমন করা হয়ে গেছে। Rose
১১ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
180353
সিটিজি৪বিডি লিখেছেন : চট্টগ্রামে এসেই দেখে যাবেন.............
233706
১১ জুন ২০১৪ দুপুর ০২:২০
চোরাবালি লিখেছেন : ভালো লাগলো
১১ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
180354
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
233711
১১ জুন ২০১৪ দুপুর ০২:৩১
আওণ রাহ'বার লিখেছেন : খুউব ভালো লাগলো ।
Good Luck Good LuckGood Luck Good Luck
সুন্দর সুন্দর সুন্দর।
পিলাচ।
১১ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
180355
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ।
233739
১১ জুন ২০১৪ দুপুর ০৩:২৬
চক্রবাক লিখেছেন : সময় পেলে একবার দেখে আসব, ভালো লাগলো ধন্যবাদ Good Luck
১১ জুন ২০১৪ বিকাল ০৪:০৫
180357
সিটিজি৪বিডি লিখেছেন : চট্টগ্রামে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। ডিসিহিল-ফয়েজ লেক-সিআরবি-সী-বীচসহ বিভিন্ন পার্কগুলোতে ঘুরা যেতে পারে।
233762
১১ জুন ২০১৪ বিকাল ০৪:৪২
১১ জুন ২০১৪ রাত ০৯:১৩
180514
সিটিজি৪বিডি লিখেছেন : আপনারা দলবল নিয়ে ঘুরেছেন..আমি একা একা ঘুরেছি।
233782
১১ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
বিদ্রোহী নজরুল লিখেছেন :
কোন একদিন আমিও ঐ Chittagong war cemetery র গেইটে দন্ডায়মান ছিলাম...!!!
১১ জুন ২০১৪ রাত ০৯:১৪
180515
সিটিজি৪বিডি লিখেছেন : আমি ও দাড়িয়েছিলাম............হাহাহা
233808
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০২
সন্ধাতারা লিখেছেন : অনেক চমৎকার একটি পোষ্ট...।।
খুব ভালো লাগলো
১১ জুন ২০১৪ রাত ০৯:১৪
180516
সিটিজি৪বিডি লিখেছেন : আমার সাথে ভ্রমন করার জন্য আপনাকেও ধন্যবাদ।
১০
233972
১১ জুন ২০১৪ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি সহ আরেকবার ঘুরে আসব সবাই।
১২ জুন ২০১৪ সকাল ০৯:২৫
180676
সিটিজি৪বিডি লিখেছেন : চলুন সবাই আরেকবার ঘুরে আসি..........
১১
233974
১১ জুন ২০১৪ রাত ১১:৩৩
জোবাইর চৌধুরী লিখেছেন : খুবই ভালো লাগল.. ধন্যবাদ ।
১২ জুন ২০১৪ সকাল ০৯:২৫
180677
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
১২
234351
১২ জুন ২০১৪ রাত ১০:৩১
মাটিরলাঠি লিখেছেন : কয়েকবার চট্টগ্রাম গেলেও দেখার সময় করতে পারিনি। আপনার পোস্ট থেকে কিছুটা দেখা হলো। অনেক অনেক ধন্যবাদ। Rose Rose
১৩ জুন ২০১৪ রাত ০১:২৫
181089
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File