পিকচার অব দ্যা ডে....
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ জুন, ২০১৪, ১১:৪৫:৩৪ সকাল


Picture of The Day-10.06.2014
========================
চট্টগ্রামের মুরাদপুরের জামে মসজিদের সামনের রাস্তার দৃশ্য। ফুটপাতের উপর লোহার রড রাখা হয়েছে। এই ফুটপাতের উপর মেশিন দিয়ে রড কাটা হয়, লোহার গ্রীল ও তৈরী করা হয়। পথচারীদের হেটে যেতে কি পরিমান কষ্ট হয় একমাত্র ভুক্তভোগিরাই জানে। ফুটপাত যারা দখল করে আছে তাদের কোন লজ্বা-শরম আছে বলে মনে হয় না। তাদেরই বা দোষ কি দিব? প্রশাসনকে ম্যানেজ করে যে কোন অবৈধ কাজ করা সম্ভব এ দেশে। আমরা শুধু মনে মনে ওদেরকে ঘৃণা করা ছাড়া আর কিইবা করতে পারি
বাসা থেকে ওদের শিক্ষা প্রতিষ্টানের দুরত্ব খুব বেশী নয় বলে হেটেই আসা-যাওয়া করা যায়। মাত্র কয়েক মিনিটের রাস্তা। তারপরেও রাস্তা দিয়ে হাটতে ভয় করে। সরু রাস্তা দিয়ে মানুষ আর গাড়ী চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। আল্লাহ আমাদের এই দুই মা মনিকে ভাল রাখুক আমিন। আপনারা ও দুআ করবেন।(ছবিতেঃ আমার কন্যা জারিফা ও তার বান্ধবী রিয়ামনি)
বিষয়: বিবিধ
৩৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
চেয়ে চেয়ে দেখা ছাড়া আম জনতার কিছুই করার নাই
মন্তব্য করতে লগইন করুন