পিকচার অব দ্যা ডে....

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ জুন, ২০১৪, ১১:৪৫:৩৪ সকাল





Picture of The Day-10.06.2014

========================

চট্টগ্রামের মুরাদপুরের জামে মসজিদের সামনের রাস্তার দৃশ্য। ফুটপাতের উপর লোহার রড রাখা হয়েছে। এই ফুটপাতের উপর মেশিন দিয়ে রড কাটা হয়, লোহার গ্রীল ও তৈরী করা হয়। পথচারীদের হেটে যেতে কি পরিমান কষ্ট হয় একমাত্র ভুক্তভোগিরাই জানে। ফুটপাত যারা দখল করে আছে তাদের কোন লজ্বা-শরম আছে বলে মনে হয় না। তাদেরই বা দোষ কি দিব? প্রশাসনকে ম্যানেজ করে যে কোন অবৈধ কাজ করা সম্ভব এ দেশে। আমরা শুধু মনে মনে ওদেরকে ঘৃণা করা ছাড়া আর কিইবা করতে পারি



বাসা থেকে ওদের শিক্ষা প্রতিষ্টানের দুরত্ব খুব বেশী নয় বলে হেটেই আসা-যাওয়া করা যায়। মাত্র কয়েক মিনিটের রাস্তা। তারপরেও রাস্তা দিয়ে হাটতে ভয় করে। সরু রাস্তা দিয়ে মানুষ আর গাড়ী চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। আল্লাহ আমাদের এই দুই মা মনিকে ভাল রাখুক আমিন। আপনারা ও দুআ করবেন।(ছবিতেঃ আমার কন্যা জারিফা ও তার বান্ধবী রিয়ামনি)

বিষয়: বিবিধ

৩৩২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233196
১০ জুন ২০১৪ দুপুর ১২:১৯
প্রবাসী আশরাফ লিখেছেন : এসব বলার কেউ নাই। যে পুলিশ এই অনিয়মগুলোকে নিয়মে আনবে তারা ব্যাস্ত থাকে রাজনৈতিক এজেন্ডা নিয়ন্ত্রনে।

চেয়ে চেয়ে দেখা ছাড়া আম জনতার কিছুই করার নাই
১০ জুন ২০১৪ দুপুর ০১:০০
179853
সিটিজি৪বিডি লিখেছেন : দেশের আম জনতা এখন বড় অসহায়। তাদের পাশে কেউ নেই।
233230
১০ জুন ২০১৪ দুপুর ০১:১০
আহমদ মুসা লিখেছেন : এটাই আমাদের দৈনন্দিন চট্টগ্রামের বাস্তব চিত্র।
১০ জুন ২০১৪ দুপুর ০১:১৪
179862
সিটিজি৪বিডি লিখেছেন : আপনারা প্রিয় নগরীর বাস্তব চিত্রগুলো শেয়ার করুন।
233238
১০ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১০ জুন ২০১৪ দুপুর ০১:৪৪
179873
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
233249
১০ জুন ২০১৪ দুপুর ০২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু মুরাদপুর নয় প্রায় সকল রাস্তাতেই এই অবস্থা। এই ছোট কারখানাগুলির জন্য যতটুক জায়গা দরকার তার চেয়ে কম জায়গাতে স্থাপন করা হয়। এছাড়াও কাটিং এবং ওয়েল্ডিং এর সময় ত্রিব্র আলোক রশ্মি ও ছিটকে পড়া ষ্ফুলিঙ্গ থেকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য খরচে এই বিষয়গুলি থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ কারখানার মালিকই এই খরচটুক করতে রাজি নন।
১০ জুন ২০১৪ দুপুর ০২:০৯
179878
সিটিজি৪বিডি লিখেছেন : রাস্তা থেকে তাদেরকে সরাতে হবে.চট্টগ্রামে একটা প্রবাদ আছে.কাদিলে পোয়া দুধ পায় ন কাদিলে পোয়া কিছু ন পায়.................এই সকল অপকর্মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে নইলে কষ্ট আরো বাড়বে।
233257
১০ জুন ২০১৪ দুপুর ০২:২৩
বিন হারুন লিখেছেন : আহা! কি সুন্দর!! দেশ!!! যেদিকে চোখ যায় অনিয়ম আর অনিয়ম
১০ জুন ২০১৪ রাত ১০:৩৪
180084
সিটিজি৪বিডি লিখেছেন : এই অনিয়ম যারা করে তাদের হাত নাকি অনেক লম্বা..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File