চলতে চলতে দেখা হল.................

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ জুন, ২০১৪, ১০:২৬:৪০ সকাল



প্রবাস থেকে দেশে এসে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভাল লাগে। কিন্তু বাসা থেকে বের হয়ে মনটা খারাপ হয়ে যায়। চট্টগ্রামের মুরাদপুরের ১০০ ফুট প্রশস্ত রাস্তার অর্ধেক দোকানদার-হকার ও পার্কিং করা গাড়ির দখলে চলে গেছে। ফুটপাত দিয়ে হাটতেই পারি না। বাধ্য হয়ে গাড়ীর সাথে তাল মিলিয়ে রাস্তা দিয়ে হেটে যেতে হয়।





নগরীর গুরত্বপূর্ণ প্রতিটি মোড়ে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নাই। সিগনাল লাইট গুলোর কোন মুল্য নেই। এই লাইটের দিকে কেউ তাকায় না। কেউ নিয়ম মেনে গাড়ী চালায় না। কার আগে কে যাবে এই প্রতিযোগিতা চলে। ট্রাফিক পুলিশ হাত পা নেড়ে সারাক্ষণ ব্যায়াম করে যাচ্ছে। তার আদেশ কেউ মানছে না। একজনের পক্ষে শত শত গাড়ী নিয়ন্ত্রন করাও সম্ভব নয়।

নগরীতে ক্ষমতাধর ব্যক্তিরা বসবাস করে। সুশীল সমাজেরও কমতি নেই। বিভিন্ন সভা-সেমিনারে তারা নগরীর ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে খবু একটা কথা বলে না । তাদের বিরুদ্ধে কথা বলতে নাকি ওনারা ভয় পায়। তাই বলে কি আমাদেরকে সকল অন্যায় সহ্য করতে হবে? চলার পথে আমাদের যে কষ্ট হচ্ছে তার জন্য দায়ী কে?

প্রথম ছবিতে আন্দরকিল্লা মোড়ের দৃশ্য। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুল প্রবেশ গেইটের সামনের দৃশ্য দেখলে যে কারো খারাপ লাগতে পারে।..

বিষয়: বিবিধ

১৬৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232694
০৯ জুন ২০১৪ সকাল ১১:০৫
মাই নেম ইজ খান লিখেছেন : ভালো।

তবে আপনারে ফোন দিলে পাওয়া যায় না।
পরে কল ব্যাকও করেন না!
০৯ জুন ২০১৪ সকাল ১১:১৩
179381
সিটিজি৪বিডি লিখেছেন : সকল নাম্বার হারিয়ে ফেলেছি..বলে এই অবস্থা..এখন থেকে সকলের নাম্বার কাগুজে নোট করে রাখছি। আপনার নাম্বারটা ফেইসুবকে শেয়ার দিবেন।
232703
০৯ জুন ২০১৪ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নগরির জ্যাম আর ট্রাফিক লাইট এর কথা চিন্তা করে আর লাভ নাই। যে ট্রাফিক পুলিশ জ্যাম নিয়ন্ত্রন করার কথা ৯০ ভাগ ক্ষেত্রে তারাই জ্যাম সৃষ্টির জন্য দায়ি। একটি আধুনিক শহরে ট্রাফিক লাইট সিষ্টেম নাই!! এটাকে কি আধুনিক শহর বলা যায়??? মানুষ নিয়ম মানেনা এটা ভুল। সাধারন মানুষ অবশ্যই নিয়ম মেনে চলতেই চায়। কিছু সদ্য গ্রাম থেকে আসা রিকশা কিংবা ট্রাক ড্রাইভার ট্রাফিক আইন বা নিয়ম না জেনে প্রথমে ভঙ্গ করে। কিন্তু তাদেরকে সচেতন করার বদলে ট্রাফিক পুলিশ অসভ্য ব্যবহার ও মারধোর করে। স্বাভাবিক ভাবে তাদের মধ্যে প্রতিশোধপরায়নতার সৃষ্টি হয়। যার ফলে তারা এরপর জানলেও আইন ভঙ্গ করে।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:০৮
179420
সিটিজি৪বিডি লিখেছেন : তারপরেও আমরা নাকি ডিজিটাল দেশের নাগরিক।
232720
০৯ জুন ২০১৪ দুপুর ১২:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ জুন ২০১৪ দুপুর ০১:০৮
179421
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
232726
০৯ জুন ২০১৪ দুপুর ১২:২৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মুরাদপুর গেলে দেখতে পাই রাস্তাটা যেন একটা কলা বাজার, থরে থরে কলার ভেন গাড়ী সাজিয়ে রাস্তা দখলের প্রতিযোগিতায় লিপ্ত। আর এই প্রতিযোগিতায় সহযোগিতা করে পুলিশরা এবং রাজনীতিক ব্যক্তিরা,
এই দুই তিন স্তরের ব্যক্তির জন্য সমস্ত মুরাদপুরবাসী আজ বন্ধী,
ট্রাফিক সেতো একটি ট্রাক দেখলে ফিক করে হাসি দেয়, তখন তো আর জ্যামের কথা তার মাথায় আসার কথা না,
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১০
179424
সিটিজি৪বিডি লিখেছেন : মুরাদপুর কেন......বহদ্দারহাট, দুই নাম্বার গেইট, জিইসির মোড়, ওয়াসার মোড়, আন্দরকিল্লার মোড়, নিউমার্কেট মোড় সহ সকল মোড়ের অবস্থা একই। ........
232755
০৯ জুন ২০১৪ দুপুর ০২:০১
প্রবাসী আশরাফ লিখেছেন : এই অনিয়মগুলোর জন্যই দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। প্রথমেই যদি হকারদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তবে প্রসস্থ্য রাস্তায় অধিক সংখ্যক গাড়ি চলতে পারতো। যদি সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলতো হবে গাড়ি চলাচলে শৃঙ্খলা থাকতো।

দেশের বিরক্তিকর অভিজ্ঞতা সত্বেও সবাইকে নিয়ে আনন্দে ছুটি কাটাবেন এই প্রত্যাশা ও দোয়া রইলো।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
179609
সিটিজি৪বিডি লিখেছেন : যাদের দেখার দায়িত্ব দেয়া হয়েছে তারাই অপকর্মের সাথে জড়িত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File