ফরমালিনমুক্ত ফল খেতে চাইলে বৃক্ষ রোপণ করুন
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ জুন, ২০১৪, ০৯:১৬:৩৫ রাত



g] 




চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে আগামী ৩০শে জুন পর্যন্ত বৃক্ষ মেলা চলবে। আমি কয়েকদিন আগে বৃক্ষ মেলা ঘুরে এসেছি। স্টলের সংখ্যা আরো থাকলে ভাল হতো। বৃক্ষ প্রেমিকেরা এই মেলা থেকে চারা সংগ্রহ করে বৃক্ষ রোপণ করবে।
শহরের বাসায় বৃক্ষ রোপণ করতে না পারলেও গ্রামের বাড়ীতে অনেক বৃক্ষ রোপন করেছি। ফলজ গাছের চাইতে বনজ গাছই বেশী। ভবিষ্যতে এই বৃক্ষ কাজে আসবে।
আমাদের সন্তানদেরও বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে। আপনার সন্তান বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দেবার জন্য বৃক্ষ মেলায় ঘুরে আসুন
বিষয়: বিবিধ
৩১৬০ বার পঠিত, ১৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ছোট থাকতে নিজেদের গাছের আম,কাঠাল আর নারিকেল নিয়মিত খেতাম। এখন বিল্ডিং করে একটা গাছ ও নাই।
পরের গাছের পানে কেন মিট মিটায়ে চাও বাবারে
মন্তব্য করতে লগইন করুন