চট্টগ্রাম শহরের গতকালের বৃষ্টির ছবি......
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ মে, ২০১৪, ১০:৫০:৪১ সকাল
গতকাল সারাদিন চট্টগ্রাম শহরে বৃষ্টি হয়েছিল। একটু বৃষ্টি হলেই চট্টগ্রাম শহরের রাস্তায় পানি উঠে। রাস্তায় হাটু পানির উপর দিয়ে অফিসগামী মানুষদেরকে কষ্ট করে অফিসে যেতে হয়। নিচু এলাকার ঘর-বাড়ির প্রথম তলার অর্ধেক পানিতে ডুবে যায়। নষ্ট হয় মুল্যবান আসবাবপত্রের। চট্টগ্রামবাসীর এই কষ্ট দীর্ঘদিনের। সরকার আসে সরকার যায় কিন্তু চট্টগ্রামবাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয না। ব্যস্ততম এই নগরীর নগর পিতা কি এই দৃশ্য দেখে না?
প্রবাস থেকে এসেই গতকাল প্রথম বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে পেলাম। এই খুশীতে হাটু পানিতে হাটতে হাটতে মুরাদপুর পর্যন্ত যেতে পেরেছিলাম। আসুন গতকালের বৃস্টিতে চট্টগ্রাম নগরীর চিত্র দেখি..........
বিষয়: বিবিধ
২৭৪৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এক গলা পর্যন্ত নালা নর্দমার পানিতে প্রায় সাতারিয়ে বহাদ্দার টু ওয়াশায় গেছি,
আমার কাছে কেমরা থাকলে কিন্তু ছবি নিতে ভুলতাম না।
বৃষ্টি পড়িলি মেয়র সাব আরাম গরিয়েনে চিড়া মুড়ি খিচুড়ি খাবে
আর আরাঁ নালা নর্দমা পানিতে আঁছুরিয়েনে ডুব দিয়েনে অফিসে যাইয়্যুম এইয়েন তো ওন্নুপারে
আঁরা বিয়াগ্গুন এইতের পদত্যাগ চাই। উক্ত ছবি সিটিজি৪বিডির
জারিফা মণি আর আফরাজের সাথে আপনার সময় সুন্দর কাটছে আশা করি। দোয়া রইলো ওদের দুজনের জন্য।
নেনগো ভাই তারাতারি নেন
মন্তব্য করতে লগইন করুন