ট্যুর এন্ড ট্রাভেলঃ Dubai’s Miracle Garden opens with 45 million flowers
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ এপ্রিল, ২০১৪, ০৪:২৮:১২ বিকাল
গত শুক্রবারে Dubai’s Miracle Garden দেখে এলাম। এই বাগানে ৪৫মিলিয়ন তাজা ফুল আছে। ইতিমধ্যে এই বাগান ওয়াল্ড রেকর্ড করে গ্রিনেস বুকে নাম উঠেছে। এই বাগানটি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভীড় করে। বাগানে প্রবেশ করেই সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও কিছু ছবি তুলেছি। আশাকরি ছবিগুলো আপনাদের ভাল লাগবে।
কিভাবে যাবেন?
দুবাই মেট্রোতে চড়ে ইমারেটস মলে নামবেন। সেখান থেকে শাটল বাসে করে গার্ডেনে যাওয়া যায়। প্রবেশ ফি মাত্র ৩০ দিরহাম। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে।
বিষয়: বিবিধ
১৬৯৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে আর দেখা নাও হতে পারে.....
চলে যাব বহুদুরে।
সুন্দর তবে কষ্ট পেলাম । কারন এরা এই সব না করে গরীব মুসলমান ও মুসলিম রাষ্ট্রের জন্য েই টাকা দিয়ে কিছু করত তাহলে নিজে গর্ব অনুভব করতাম। ঘৃনা করি এই সব অপচয় কারী মুসলমানদের।
পৃথিবীর সকল ভাষার কবিতাতেই ফুলের সেীন্দর্য আর প্রবাহিত পানির উপমা দেয়া হয়। শুধু ছবি দেখেই যা লাগছে সামনাসামনি দেখলে আর কি হবে।
অনেক ধন্যবাদ সুন্দর ছবিগুলি শেয়ার করার জন্য।
আপনাকে ফুলের শুভেচ্ছা। (আপনার ফুলের তুলনায় একেবারেই নগণ্য )
মন্তব্য করতে লগইন করুন