৭ বছরের ব্লগিং লাইফ...বিদায় বেলায় কিছু কথা..
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ এপ্রিল, ২০১৪, ১২:২৪:২১ দুপুর
প্রবাসে চাকরীর জন্য পরামর্শ
৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫০
এই পোষ্ট দিয়ে সামইন এ ব্লগিং শুরু করেছিলাম। সেই বছরের ২৪ শে জুন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের ওয়াজের ভিডিও লিন্ক শেয়ার করে ব্যান খেয়েছিলাম। ব্যান খেয়ে থেমে থাকিনি। মাত্র ৭ দিনের ব্যবধানে "সিটিজি৪বিডি" নাম দিয়ে আবারও শুরু করেছিলাম।
"সিটিজি৪বিডি" এর প্রথম পোষ্ট ছিল "অন লাইন প্রেম"
০১ লা জুলাই, ২০০৮ রাত ৮:৪৩
http://www.somewhereinblog.net/blog/ctg4bd/28815835
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সামইন এ আমাকে প্রথম পাতায় আসতে দিচ্ছে না। অন্য নিক নিয়ে এখনো সামইন এ পোষ্ট দিয়ে থাকি।
অন লাইনে সিনিয়র ব্লগার মোহাম্মদ লোকমান ভাইয়ের আহবানে "সোনারবাংলাদেশ ব্লগ" এর সন্ধান পেয়েছিলাম। সোনারবাংলাদেশ ব্লগে শুক্রবার ছুটির দিন ছাড়া বাকী ছয়দিনে একটি করে পোষ্ট দিয়েছিলাম। জনপ্রিয় এই ব্লগটি সাইটটি বন্ধ হবার কিছুদিন পরে টুডে ব্লগের মাধ্যমে আবারও ব্লগিং শুরু করি। এখনো শুক্রবার ছুটির দিন ছাড়া বাকী ছয়দিন প্রতিদিন একটি করে পোষ্ট দেবার চেষ্টা করি। কে পড়ল, না পড়ল, কে মন্তব্য করল, না করল তাতে আমার কোন মাথা ব্যথা নেই । এই দুর প্রবাসে অফিসে কর্মের ফাঁকে ফাঁকে এই কর্মটি করতে খুব ভাল লাগে।
ব্লগিং লাইফ আমার লাইফকে পাল্টিয়ে দিয়েছে। এক সময় এই দুর-প্রবাসে বাংলাদেশ থেকে আসা কাগুজে পত্রিকা পড়তে হতো। অন-লাইনে পত্রিকা আসার পর এখন প্রতিদিন দেশের খবরাখবর গুলো আরো দ্রুত পেতে থাকি।
অনলাইনে পত্রিকা পড়ার পাশাপাশি বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে লিখে থাকি। আমি সামইন ব্লগ, সোনারবাংলাদেশ ব্লগ, ওপেষ্ট ব্লগ, আমারবর্ণমালা ব্লগ, প্রথম আলো ব্লগ, লাইট হাউস ব্লগ, ওমেন ব্লগ ও বর্তমানে আমার প্রিয় ব্লগ সাইট টুডে ব্লগে লিখে যাচ্ছি।
ব্লগিং লাইফে প্রথমবার ব্যান খাওয়ার পর আমাকে আর কোন দিন ব্যান খেতে হয়নি। আমি কোন দিন কাউকে কঠিন মন্তব্য ও করিনি। আমি বিতর্কিত পোষ্ট এড়িয়ে চলি বলে ব্লগে আমার কোন শত্রু নাই।
ব্লগের মাধ্যমে জ্ঞান অর্জন করে চলেছি। দেশ-বিদেশে বসবাসরত ব্লগারদের গুরত্বপূর্ণ পোষ্টগুলো পড়ে নিজেকে সংশোধন করে নিজের জীবনকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। ব্লগের মাধ্যমে অনেক ভাই-বোনের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে দেখা হয়েছে। কথা হয়েছে। আমি সবার কথা কোন দিনও ভুলবো না।
আগামী দিনগুলোতে এখনকার মত ব্লগে আর খুব বেশী সময় দিতে পারব বলে মনে হয় না। তারপরেও যতদিন বেঁচে থাকব যেখানে থাকি না কেন সুযোগ পেলেই আমি ব্লগিং চালিয়ে যাব ইনশাআল্লাহ।
ব্লগিং লাইফের স্মৃতি হিসেবে নিজে প্রতিটি পোষ্ট ও প্রিয় ব্লগারদের কিছু কিছু পোষ্ট সংরক্ষণ করে চলেছি। ফেইসবুক থেকে প্রিয় ব্লগাদের ছবিও সংরক্ষণ করেছি।
আমার প্রিয় ব্লগার ভাই ও বোনেরা! আমার পোষ্ট ও মন্তব্য পড়ে যদি কারো মনে আঘাত লাগে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি প্রতিদিন মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় আপনাদের জন্য দোয়া করে থাকি। আপনারাও আমার জন্য আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুক। আমিন।
বিষয়: বিবিধ
৩০৬৮ বার পঠিত, ৭১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ভাইটির জন্য অবশ্যই একটু দোয়া করতে ভুলবেন না।
ফাঁসবুকে আসেন...
আলাপ সারি!
কন কি?
হায় হায়...
ওরে লোকমানরে...কি হপে তোর....
মানুষ পরিবর্তনীয়
জীবনও ক্ষনস্থায়ী
সবকিছু বদলে যায়, হারিয়ে যায় স্মৃতির সীমা রেখা,
এই যে সকালে আমি ঘুম থেকে ভাল ভাবে উঠছি, হয়তো বিকালটা ভাল ভাবে কাটলোনা,
হয়তো আমি কিযেন একটা ব্যপারে খুশিতে আত্মহারা,
কিছুক্ষন পর হয়তো চোখ বেয়ে পানি পড়ছে সীমাহীন,
এইটাই হচ্ছে দিন প্রতিদিন জীবনের সীমারেখা
যেখানে নেই কোন গ্যারিন্টি, আজ আছি ত কাল নেই,
১০বছর যাবত যে বন্ধু গুলোর সাথে আপনি ভাত খেলেন হয়ত কাল দেখবেন আপনার সাথে তারা নেই কিংবা তাদের সাথে আপনি নেই,
স্মৃতির কষ্টগুলো সীমাহীন বাজে স্মৃতিরপাতায়,
কষ্ট হয় তবুও ত জীবন থেমে থাকেনা,
কারন যেতে তো হবে বহু দূর,
সামনে অন্ধকার পথ, কঠিন মরুভূমি, আগুনের বালি
প্রভু যেন আপনার কঠিন মুহুর্তের পাশে থাকেন
নিশ্চয় প্রভু ধৈর্য্যশীলদের পাশেই।
আপনার লেখা পড়ে আমি কিছু শিখতে পেরেছি,
আমার ও লিখতে ইচ্ছে করে,আমি জানি আমি কোন দিন ব্লগার হতে পারবোনা,কারণ আমি আধা শিক্ষিত,
আপনে যদি চলে যান। আপনার লেখা খুভ মিস করবো,
আমার জন্য দোয়া করবেন,
আমার প্রতিটি পোষ্টে আপনার মন্তব্যগুলো আমাকে উৎসাহ দিত ভাইজান।
আপনারা চলে গেলে ব্লগ এ আসাটা ফানসে মনে হবে।
বিদায় মানিনা, মানবোনা। সময় দেয়ার চেষ্টা করবেন।
আপনার চাকুরী নেই। চলে আসুন সাউদিতে। আপনার মত লোকের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনার সন্তানদের জন্য অবশ্যই দোয়া করা হবে তবে শর্ত হল আপনি স্তিতু হবার পর ভাবী বাচ্ছাদের নিয়ে ওমরা করতে আসুন। আমাদের জন্য ও দোয়া করবেন। ব্লগে থাকবেন। বাসায় বসে আমাদের সাথে অবশ্যই থাকবেন।
বিদায় নয় !!
আশা করবো, সকল কিছু আবার নতুন আঙ্গিকে গুছিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
আমরা কোন অবস্থাতেই হতাশ না হয়ে আল্লাহর সাহায্য চাইতে থাকবো। আল্লাহ অবশ্যই আমাদের আগের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দেবেন।
েএটা ঠিকত অন্য চাকুরীতে গেলে আগের মাতো বেশী সময় দিতে পারবেন না। তবে একেবারে পারবেন না তাতো নয়। আবার এমনও হতে পারে আগের চেয়ে বেশী সময় পাবার মতো চাকুরীও পেয়ে যেতে পারেন।
আপনার জন্য দোয়া রইলো। ভাল থাকুন।
মন্তব্য করতে লগইন করুন