আমি জেনে শুনে বিষ করেছি পান (ধুমপান)

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ মার্চ, ২০১৪, ০৫:২৬:২৬ বিকাল



===বিছমিল্লাহির রাহমানির রাহিম===

প্রিয় ভাইও বোনেরা! আসসালামু আলাইকুম। আশাকরি দেশ-বিদেশে আপনারা সকলে ভাল আছেন। আজকে আপনাদের সামনে ধুমপান বিষয়ে কয়েকটি কথা বলতে হাজির হয়েছি। আশাকরি মনোযোগ দিয়ে শুনবেন।

আমরা সবাই ধুমপানের ক্ষতিকারক দিকগুলো ভাল করেই জানি। তারপরেও আমরা বন্ধুদের পাল্লায় পড়ে ধুমপান করি। টেনশনে থাকলে ধুমপান করি। ইচ্ছে করেই ধুমপান করি।

মনে রাখবেন একবার ধুমপানের অভ্যাস গড়ে উঠলে ছাড়তে অনেক কষ্ট হয়। কিন্ত কষ্ট করে হলেও আমাদের ধুমপান ছেড়ে দেয়া উচিত। আমরা ধুমপানে নিজের ক্ষতি করছি। ধুমপান করে আমরা আমাদের চারপাশের মানুষদের ক্ষতি করছি। অর্থের অপচয় ও করছি। তাই আজ থেকে..........

ধুমপান ছেড়ে দিন

তাজা ফুলের সুবাস নিন।



আমরা আর জেনে শুনে বিষপান (ধুমপান) করব না--

অর্থের অপচয়ও হবে না।

মুখু থেকে গন্ধ ও বের হবে না।

বউয়ের বকাও খেতে হবে না (যারা বিবাহিত তারা ধুমপান করলে বউয়ের বকা খেতে হয়)

তারাতাড়ি মরতে হবে না।

টেনশন করে ধুমপান করলে টেনশন কমে না।



প্রথম আলো ব্লগে "ব্লগার হিরা-সিটিজি" ধুমপানের উপর একটি চমৎকার কবিতা লিখেছেন।

ধুমপান, সিগারেট, তামাক বা হুক্কা,

যাই বলো ইহা পিয়ে পাবে তুমি অক্কা।

ধুমপান ক্ষতিকারক স্বাস্থ্যের জন্যে,

ধুমপায়ী একা নয় ভোগে এতে অন্যে।

‘ধুমপান বিষপান’ সদা রেখো মনে,

ক্যান্সার হয় যে ধুমপানের কারনে।

কিডনি, ফুসফুস, লিভার ও ব্লাডার,

ধুমপানের ফলে হয়ে যায় অসাড়।

ধুমপান করা মানে ভাই আত্মহত্যা,

মনে রেখো জীবনটা নয় এতো সস্তা।

আজ হতেই সকলে ধুমপান ছাড়ো,

ধুমপানমুক্ত এক নবোবিশ্ব গড়ো।

নিজে বাঁচো আর বাঁচাও এ পরিবেশ,

হাসি খুশী আনন্দে ভরে উঠুক দেশ।



বিষয়: বিবিধ

২৭৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198803
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধুমপান ছেড়ে দিন

তাজা ফুলের সুবাস নিন। Rose Rose Good Luck Good Luck Rose
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
148715
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
198828
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেই জন্যই আমি সিগারেট খাইনা ভাই
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
148731
সিটিজি৪বিডি লিখেছেন : না খাওয়াই ভাল.
198879
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
148765
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
198934
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৩
ফেরারী মন লিখেছেন : ধন্যবাদ সুন্দর একটি উপদেশমূলক কবিতা। বুকে আসেন Big Hug
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:০১
148834
সিটিজি৪বিডি লিখেছেন : আস্তে কোলাকুলি করেন..আমি ব্যথা পাব...
199055
২৮ মার্চ ২০১৪ রাত ০৩:৪৫
ভিশু লিখেছেন : খুব উপকারী পোস্ট ...Happy Good Luck
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:৩৪
149293
সিটিজি৪বিডি লিখেছেন : ধুমপানের মান বিষপানের সমান..আপনি ডাক্তার মানুষ..আমার চাইতে বেশী বলতে পারবেন।
199089
২৮ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সংবিধি বদ্ধ সতর্কীকরণঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। (বিড়ি সিগারেটের কোম্পানীগুলো দিনদিন উন্নত হচ্ছে)বাঙালি নীতি কথা বলে, শোনেও কিন্তু মানে না।
অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:৩৫
149294
সিটিজি৪বিডি লিখেছেন : কোম্পানী বন্ধ করে দিলে কেউ আর ধুমপান করবেই না।
204458
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
শের খান লিখেছেন : ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ এই ধরনের উপদেশমূলক লেখার জন্য,এবং কমেন্ট এর জন্য। আমি নিজেও ধূমপান এর বিরোধী,কিন্তু আমি নিজেই যে ব্যাপকহারে ধূমপান করি।জানি এটা ক্ষতিকারক তারপরও কেন যে করি তা জানি না।মজার ব্যাপার হল এই ধুম্রপানের জন্য আমি চারজন কে ত্যাগ করেছি(তাদের কথা ছিল আমাকে বেশী ভালবাস নাকি সিগারেট কএ?আমার সব সময়ের উত্তর ছিল "কেন সিগারেট")।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
153607
সিটিজি৪বিডি লিখেছেন : ধুমপান না করায় ভাল হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File