আমি জেনে শুনে বিষ করেছি পান (ধুমপান)
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ মার্চ, ২০১৪, ০৫:২৬:২৬ বিকাল

===বিছমিল্লাহির রাহমানির রাহিম===
প্রিয় ভাইও বোনেরা! আসসালামু আলাইকুম। আশাকরি দেশ-বিদেশে আপনারা সকলে ভাল আছেন। আজকে আপনাদের সামনে ধুমপান বিষয়ে কয়েকটি কথা বলতে হাজির হয়েছি। আশাকরি মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা সবাই ধুমপানের ক্ষতিকারক দিকগুলো ভাল করেই জানি। তারপরেও আমরা বন্ধুদের পাল্লায় পড়ে ধুমপান করি। টেনশনে থাকলে ধুমপান করি। ইচ্ছে করেই ধুমপান করি।
মনে রাখবেন একবার ধুমপানের অভ্যাস গড়ে উঠলে ছাড়তে অনেক কষ্ট হয়। কিন্ত কষ্ট করে হলেও আমাদের ধুমপান ছেড়ে দেয়া উচিত। আমরা ধুমপানে নিজের ক্ষতি করছি। ধুমপান করে আমরা আমাদের চারপাশের মানুষদের ক্ষতি করছি। অর্থের অপচয় ও করছি। তাই আজ থেকে..........
ধুমপান ছেড়ে দিন
তাজা ফুলের সুবাস নিন।
আমরা আর জেনে শুনে বিষপান (ধুমপান) করব না--
অর্থের অপচয়ও হবে না।
মুখু থেকে গন্ধ ও বের হবে না।
বউয়ের বকাও খেতে হবে না (যারা বিবাহিত তারা ধুমপান করলে বউয়ের বকা খেতে হয়)
তারাতাড়ি মরতে হবে না।
টেনশন করে ধুমপান করলে টেনশন কমে না।
প্রথম আলো ব্লগে "ব্লগার হিরা-সিটিজি" ধুমপানের উপর একটি চমৎকার কবিতা লিখেছেন।
ধুমপান, সিগারেট, তামাক বা হুক্কা,
যাই বলো ইহা পিয়ে পাবে তুমি অক্কা।
ধুমপান ক্ষতিকারক স্বাস্থ্যের জন্যে,
ধুমপায়ী একা নয় ভোগে এতে অন্যে।
‘ধুমপান বিষপান’ সদা রেখো মনে,
ক্যান্সার হয় যে ধুমপানের কারনে।
কিডনি, ফুসফুস, লিভার ও ব্লাডার,
ধুমপানের ফলে হয়ে যায় অসাড়।
ধুমপান করা মানে ভাই আত্মহত্যা,
মনে রেখো জীবনটা নয় এতো সস্তা।
আজ হতেই সকলে ধুমপান ছাড়ো,
ধুমপানমুক্ত এক নবোবিশ্ব গড়ো।
নিজে বাঁচো আর বাঁচাও এ পরিবেশ,
হাসি খুশী আনন্দে ভরে উঠুক দেশ।
বিষয়: বিবিধ
২৮১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তাজা ফুলের সুবাস নিন।
অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
মন্তব্য করতে লগইন করুন