//====হাসিনা ভাবীর প্রবাসী স্বামীটা মরে গেল, আর কোন দিন উচ্চস্বরে স্বামীর সাথে কথা বলতে পারবে না====//

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ মার্চ, ২০১৪, ০৫:২৫:৪৭ বিকাল



//====হাসিনা ভাবীর প্রবাসী স্বামীটা মরে গেল, আর কোন দিন উচ্চস্বরে স্বামীর সাথে কথা বলতে পারবে না====//

কাল রাতে হঠাৎ করে আমার মোবাইলে বউয়ের ফোন, "জারিফার আব্বু, পাশের বাসার হাসিনা ভাবীর হাজবেন্ড দুদিন আগে সৌদী আরবে মারা গেছে।" এই সংবাদ শুনে কাল থেকে মনটা খারাপ হয়ে আছে। শুক্রবার ছুটির দিনে নেটের বাইরে ছিলাম বলে এই দুঃসংবাদটি শেয়ার করতে পারিনি।

হাসিনা ভাবী আমাদের পাশের বাসার মালিকের বউ। দুই কন্যা সন্তানের মা। ভাবীর হাজবেন্ড সৌদী আরবে থাকে। ভাবী প্রতিদিন সকালে বেলখনিতে দাড়িয়ে হাজবেন্ড এর সাথে উচ্চস্বরে কথা বলতেন। ভাবীর কথা শুনে আমরা হাসাহাসি করতাম। এখন আর উচ্চস্বরে ভাবী তার হাজবেন্ড এর সাথে কথা বলতে পারবে না। ভাবীর হাজবেন্ড না ফেরার দেশে চলে গেছে।

দুদিন আগে নাকি ভাইটি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার ওনার কথা ভাল করে না শুনে একটি ইনজেকশন দিয়েছিলেন। ইনজেকশন দেবার পর ওনার শরীর ফুলে যায়। তারপর হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ভাইটি বহু বছর প্রবাসে থেকে অর্থ উপার্জন করে তিন তলার ছোট একটি বিল্ডিং তৈরী করেন। কয়েক বছর পর পর দেশে যেতেন। মাঝে মধ্যে আমার সাথেও দেখা হতো। কথা হতো। ওনার অকাল মৃত্যুতে হাসিনা ভাবীর পরিবারে এখন শোকের মাতম চলছে।

লাশটি দেশে পৌছতে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। লাশ দেশে না আসা পর্যন্ত, একটু না দেখা পর্যন্ত, কবর না দেয়া পর্যন্ত কারো কান্না থামবে না। কেউ তাদেরকে শান্তনা দিতে পারবেনা। অবুঝ কন্যা দুটির কান্নায় হয়ত সবাই কাঁদবে।

ওনার মৃত্যুর সংবাদ শুনে আমার ও খারাপ লাগছে। কারণ আমি যে প্রবাসী। আমার মত লক্ষ লক্ষ প্রবাসী আজ ঘর ছাড়া। বছরের পর বছর আমরা দেশের বাইরে থাকি। প্রায় এক কোটিরও বেশী প্রবাসীর কেউ না কেউ প্রতিদিন লাশ হয়ে দেশে ফিরছে।

হে আল্লাহ! এই দুর প্রবাসে আমাদেরকে সুস্থ রাখিও। আমিন।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196232
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৬
সান বাংলা লিখেছেন : আমিন।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
146350
সিটিজি৪বিডি লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে এই দুর প্রবাসে সুস্থ রাখুক, আমিণ।
196242
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
আবু আশফাক লিখেছেন : হায়! বছরের পর বছর প্রবাস জীবন কাটানোর পরও যারা শেষ সময়ে পরিবারের সাথে শেষ সময় কাটাতে না পারে, তাদের নিজেদের আর পরিবারের লোকজনের কতই না আফসোস!!
আল্লাহ এমনটি আর কাউকে না করুন।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
146356
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন..........আমাদের জন্য বেশী বেশী দু'আ করুন।
196262
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : খুব কষ্ট পেলাম পড়ে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমীন
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
146366
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।Good Luck
196267
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হে আল্লাহ! দূর প্রবাসে সকল প্রবাসীকে সুস্থ রাখিও। আমিন।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
146376
সিটিজি৪বিডি লিখেছেন : Ameen...
196278
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : হে আল্লাহ! এই দুর প্রবাসে আমাদেরকে সুস্থ রাখিও।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
146377
সিটিজি৪বিডি লিখেছেন : Ameen..
196284
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..... Praying Praying Praying
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
146382
সিটিজি৪বিডি লিখেছেন : Ya allah amader ke susta rakio..
196396
২২ মার্চ ২০১৪ রাত ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহতায়লা তাদের পরিবারকে সবর করার শক্তি দিন।
২৩ মার্চ ২০১৪ রাত ১২:২১
146522
সিটিজি৪বিডি লিখেছেন : Ameen
204465
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২০
শের খান লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২২
153605
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File