হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ মার্চ, ২০১৪, ০৫:৫৬:১৯ বিকাল
আল্লাহুম্মা আজিরনী মিনান নার। (অর্থঃ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!)
নবী করীম (সাঃ) তাঁর অনুসারীদেরকে জাহান্নাম থেকে মুক্ত থাকার অগণিত পথের সন্ধান যেমন দিয়েছেন, তেমনি শিখিয়েছেন অসংখ্য দোয়া। এর মধ্যে এমন একটি দোয়া তিনি শিখিয়েছেন, যা আকারে ছোট হলেও অত্যন্ত গুরত্বপূর্ণ এবং মুখস্ত করে আমল করাও সহজ। তিনি বলেছেন-যখন তুমি সুবহে সাদিকের সময় অর্থাৎ ফজরের নামায আদায় করবে, তখন কারো সাথে কথা বলার পূর্বে সাতবার এই দোয়া পড়বে-
আল্লাহুম্মা আজিরনী মিনান নার।
(অর্থ-হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও!)
যদি তুমি সেই দিন ইন্তেকাল করো তাহলে আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন। আর মাগরিবের নামাযের পরে সাতবার এই দোয়া পড়ো, তাহলে সেই রাতে যদি তোমার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে মুক্তদের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করবেন। (আবু দাউদ, হাদীস নং-৫০৭৯)
(জান্নাত লাভের সহজ আমল-১৯৭)
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন যা সময় সবসময় এই দোয়াটা পড়া দরকার বলে মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন