স্বামীর কাছে নিজের সতিত্ব প্রমাণ করতে নিজ হাতে প্রেমিককে জবাই করে হত্যা করে এক প্রবাসীর স্ত্রী

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ মার্চ, ২০১৪, ০৫:৩৪:২১ বিকাল



একাধিক যুবকের সাথে নিজের পরকীয়া সম্পর্কের ঘটনা স্বামীর কাছে ধামাচাপা দিতে ও ধার নেয়া এক লাখ টাকা না দিতেই প্রেমিক ইউছুপ নবীকে জবাই করে হত্যা করেন রাঙ্গুনিয়ার ত্রিভুজ প্রেমের নায়িকা গৃহবধূ সুলতানা আকতার (৩২)।

সাত বছর ধরে পরকীয়া সম্পর্কের পরও পাওনা টাকা চাওয়ায় ও স্বামীর কাছে নিজের সতিত্ব প্রমাণ করতে নিজ হাতে প্রেমিক ইউছুপ নবী (৩৫)-কে জবাই করে হত্যা করে সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন সুলতানা আকতার। একাজে তাকে সহায়তা করেছেন তার আরেক প্রেমিক সুলতান আহমদ, পিতা ফারুখ শাহ ও ছোট ভাই মো. সোহেল।

গতকাল পুলিশের কাছে ধরা পড়ার পর প্রেমিক ইউছুপ নবীকে জবাই করে হত্যা করার আদ্যোপান্ত অকপটে স্বীকার করেন দুই সন্তানের মা সুলতানা আকতার। তার স্বামী রেজাউল করিম কয়েক বছর ধরে প্রবাসে থাকেন।

সুত্রঃ দৈনিক পূর্বকোণ

================================

আমাদের দেশের প্রায় এক কোটির ও বেশী মানুষ প্রবাসে কাজ করছে। দেশের কর্মসংস্থান নাই বলে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রবাসের দিকে ছুটে চলেছে। আর প্রবাসের জীবন যে কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। এই প্রবাসীরা বছরে মাত্র কিছুদিন দেশে থাকার সুযোগ পায়। অনেকের ভাগ্যে তাও জুটে না। কেউবা দুই বছর কেউ বা তিন বছর পর মাত্র কয়েক মাসের জন্য দেশে গিয়ে প্রিয়জনদের সাথে থাকতে পারে। এই সুযোগে এক শ্রেনীর লম্পটেরা প্রবাসীর স্ত্রীদের দিকে কুনজর দেয়। কিছু কিছু প্রবাসীর স্ত্রীরাও এই লম্পটদের খপ্পরে পড়ে ধরা দেয়। তারা স্বামীর অনুপস্থিতে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়। স্বামীর হাতে ধরা পড়লেই শুরু হয় দাম্পত্য কলহ। এমনকি হত্যা কান্ডও ঘটে থাকে।

বিদেশে বসবাসরত ভাইদের প্রতি অনুরোধ রইল,

১. বিয়ের আগে আপনার হবু স্ত্রীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জেনে নিন। কারো সাথে সম্পর্ক্ থাকলে আপনার অনুপস্থিতে সেই সম্পর্ক চলতেই থাকবে। তাই বিয়ের আগে এই বিষয়টি খেয়াল রাখবেন।

২. বিয়ে করে হুট করে প্রবাসে চলে না এসে স্ত্রীকে কিছুদিন সময় দিন। প্রতি বছর অন্তত এক/দেড় মাস দেশে থাকার চেষ্টা করুন।

৩. সামর্থ থাকলে স্ত্রীকে সাথেই রাখুন।

৪. প্রবাসের কর্মস্থল থেকে দেশে যেতে অসুবিধা হলে স্ত্রীকে বুঝিয়ে বলুন।

৫. যৌথ পরিবারে বসবাস করলে সবার চোখকে ফাঁকি দিয়ে কোন কিছু করার সাহস পাবে না। তাই যৌথ পরিবারে সবার সাথে মিলেমিশে থাকুন।

৬. প্রবাস থেকে স্ত্রীর সাথে ভাল ব্যবহার করুন। খারাপ আচরণ করলে স্ত্রীরা বিপদগামী হবার সম্ভাবনা থাকে।

৭. মনের মধ্য একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। নিজে নামায পড়ুন। স্ত্রীকেও নামায পড়ে ধর্য্য ধরতে বলুন।

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190628
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : দুঃখজনক। এভাবে কত সংসার যে ধবংশ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন সবাইকে।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
141614
সিটিজি৪বিডি লিখেছেন : থুবই দুঃখজনক ঘটনা।
190630
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪২
শিশির ভেজা ভোর লিখেছেন : এইজন্যই বলি বিয়ে করে কেউ বিদেশ যাবেন না।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
141615
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে কর্মসংস্থান থাকলে কেউ বিদেশ যাবে না। দেশেই থাকবে।
190631
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
চোথাবাজ লিখেছেন : আপনি কিন্তু প্রবাসী মনে রাইখেন ভায়া
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
141616
সিটিজি৪বিডি লিখেছেন : মনে আছে রে ভাই..
190688
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের সকল হেফাজত করুন , আমিন
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
141722
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
190699
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের সামাজিক অবস্থা কোন পর্যায়ে তার একটি উদাহরন এই ঘটনা। প্রবাসী ছেলে পেলে মেয়েকে বিয়ে দিতে অনেক পিতামাতা এমনভাবে লাফিয়ে উঠেন যে অনেক সময় ছেলেটির অবস্থার কথাও বিবেচনা করেননা। একমাষের জন্য এসে এর মধ্যেই মেয়েদেখা বিয়ের অনুষ্ঠান ইত্যাদি সেরে আবার চলে যান। অথচ এই প্রযুক্তির যুগে এই অনেককাজ বাইরে থেকেও সারা যায়।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
141724
সিটিজি৪বিডি লিখেছেন : দেখে শুনে বিয়ে দেয়া ও বিয়ে করা উচিত।
190725
১১ মার্চ ২০১৪ রাত ০৮:১২
সজল আহমেদ লিখেছেন : হায়রে ভাই দুনিয়াই পাল্টে গেছে!চিত্‍কার দিয়ে বলতে ইচ্ছে করে হায়রে দুনিয়া তুমি চিত্‍কার দিয়া মইরা যাও।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:২৬
141754
সিটিজি৪বিডি লিখেছেন : সমস্যা আরো বাড়বে। যত দিন না মানুষ ধর্মকে গুরত্ব না দিবে ।
190729
১১ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
ইকুইকবাল লিখেছেন : ইশ!!!!
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
141725
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
190788
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৭
141726
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
190853
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : পর পুরুষের সাথে প্রেম করা যেমন অপরাধ, তেমনি একজনকে খুন করাও তারচেয়ে বেশি অপরাধ।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৮
141791
সিটিজি৪বিডি লিখেছেন : বউকে দেশে রেখে বছরেরর পর বিদেশ থাকাও কম অপরাধ ন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File