মাকসুদার উম্মুক্ত বুকের ওপর লিখা "মেড ইন বাংলাদেশ" সারা দুনিয়ায় নিন্দার ঝড়

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ মার্চ, ২০১৪, ০৫:৪৩:১২ বিকাল





আমেরিকায় ‘আমেরিকান অ্যাপারেলস নামক প্রতিষ্টানটি মাকসকে (মাকদুসা) দিয়ে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জাতিতে অপমানিত করেছে। মাকসুদা নামক এই নারী একজন পতিতা ছাড়া আর কিছুই নয়। টাকার লোভে যে নারী নিজের শরীর উম্মুক্ত করে সারা দুনিয়ার মানুষকে দেখাতে সে নারী সুস্থ নারী নয়। সে মাদকাশক্ত। তাকে দেশে এনে চিকিৎসা করানো দরকার। কেন সে এই কাজটি করেছে তদন্ত করে খুজে বের করে ঐ প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা করা উচিত। তা হলে আগামী আরো অনেক মাকসকে দিয়ে চক্রান্তকারীরা বাংলাদেশকে অপমান করবে।

বাংলাদেশকে যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট বানাতে চায় তারা এখন কি বলবে? বাংলাদেশের বেশ্যা সুশীল নারী সমাজ এখন কি বলবে? মাকসুদা কেন এই কাজটি করল তারা কি কোন ব্যাখা দিতে পারবে?

ইন্টারনেটে "মেড ইন বাংলাদেশ" লিখে সার্চ

করলেই সবুজ বাংলাদেশে দৃশ্যের বদলে এই নারীর নগ্ন ছবি আসতেছে। যার বুকে লিখা আছে মেড ইন বাংলাদেশ।

এই লজ্বা কার?

==============================

(আজকে প্রকাশিত দৈনিক মানবজবিন পত্রিকা রিপোটটি পড়ুন)

বাংলাদেশী এক যুবতীর টপলেস ছবি নিয়ে তোলপাড় চারদিকে। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে তাকে নিয়ে আলোচনা, সমালোচনা। মার্কিন একটি তৈরী পোশাক প্রতিষ্ঠানের মডেল হয়ে তিনি এমন বিতর্ক উস্কে দিয়েছেন। এ যুবতীর জন্ম ঢাকায় একটি মুসলিম পরিবারে। মাত্র চার বছর বয়স থেকেই তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। পাল্টে ফেলেছেন নাম। মাকসুদা থেকে হয়েছেন মাকস।

ক্যালিফোর্নিয়ার ‘আমেরিকান অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের তিনি মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন। সমপ্রতি আমেরিকান অ্যাপারেলসের হয়ে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তাতে মাকস তার শরীরের উপরের অংশ একেবারে অনাবৃত করেছেন। তার উন্মুক্ত বক্ষের ওপর ইংরেজিতে লেখা ‘মেড ইন বাংলাদেশ’।

লন্ডনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, মেয়েটির বুকের ওপর মেড ইন বাংলাদেশ লেখা দিয়ে অবশ্যই তাকেই বোঝানো হয়েছে, তার পরনের জিন্সকে বোঝানো হয় নি। তার জন্ম বাংলাদেশে-সে ইঙ্গিত দেয়া হয়েছে এতে।

মাকসের এই ছবিটি প্রকাশিত হয়েছে ‘ভাইস’ নামের একটি ম্যাগাজিনের মার্কিন ও কানাডা সংস্করণে। এতে ২২ বছর বয়সী মাকস জানিয়েছেন, তিনি একটি মুসলিম পরিবেশে কড়াকড়ির সঙ্গে কিভাবে বেড়ে উঠেছেন। তারপর ধীরে ধীরে নিজের আত্মপরিচয়ের সন্ধানে নেমেছেন।

ডেইলি মেইল লিখেছে, তার জন্মভূমি বাংলাদেশ। এ দেশটি রক্ষণশীল। এখানে নগ্নতার প্রশ্রয় নেই। কিন্তু তার মতো একজন মেয়ে এভাবে টপলেস ছবি তুলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। মাকসকে নিয়েই প্রথম এ সমালোচনার জন্ম দেয়নি আমেরিকান অ্যাপারেল। এর আগেও তারা এমন কাণ্ড করেছে।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকান অ্যাপারেলস। বিভিন্ন দিবস উদযাপন ও প্রচারণার ক্ষেত্রে তাদের রয়েছে বিতর্ক সৃষ্টির দীর্ঘ ইতিহাস। এর আগে নারীর অন্তর্বাসের বিজ্ঞাপনে তারা গোপন কেশ ও স্তনবৃন্ত দেখিয়ে সোরগোল সৃষ্টি করেছিল।

বিষয়: বিবিধ

২১৫৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189430
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মরহুম হুমায়ুন আহমদ এর এক লিখায় পড়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে বছর বিশেক আগে আরেক বাংলাদেশি নারী এধরনের নগ্ন ছবি তুলে ক্যাপশন দিয়েছিল ফ্লাওয়ার ফ্রম বাংলাদেশে। তখন ইন্টারনেট এর কোন অস্তিত্ব ছিলনা তাই বিষয়টা বেশি প্রচার পায়নি। হুমায়ুন আহমদ ব্যাঙ্গ করে লিখেছিলেন" মা তুমি যত খুশি ছবি তুলো কিন্ত তুমি যে বাংলাদেশি সেটা চেপে যাও"। এই ছবিটি সেই মডেল কেন তুলেছে তা নিয়ে নয় কিন্তু অশালিন ভাবে বাংলাদেশ কে ব্যবহার করার ত্রিব্র প্রতিবাদ করা উচিত।
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০১
140572
সিটিজি৪বিডি লিখেছেন : বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকায় খবরটি গুরত্বসহকারে প্রকাশ করে চলেছে।
189436
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : একজন মাক-চুদা (মুই একটু দুঃখ হাইছি এভাবে লফজটি লিখনের লিগ্যা) কে নিয়ে যতই হৈ চৈ করইবেন ততই সাপ তুলতে কেচো বের হয়ে আসবে। এ নিয়ে ঘাটাগাটি না করাই ভাল। বর্তমান বাল চারখার ক্ষ্যামতাসীন। হাম্বাবাচুররা চায় বাংলাদেশের পরিচিতি এভাবে গড়ে উঠুক বিশ্ব দরবারে। কাজের মাধ্যমেই এসব কুত্তা-কুত্তীগোর আকাম কুকামের জবাব দিতে হবে। বাংগালীরা বিভিন্ন কাজকামে পিচিয়ে থাকলেও বাড়াবাড়িতে এগিয়ে গেছে মা'শায়াল্লাহ!!!
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
140573
সিটিজি৪বিডি লিখেছেন : গতকাল ধর্মের জিকির তুলে নারীদেরকে ঘরে আটকানো যাবে না বলেছিলেন আমাদের বাআল নেত্রী । তার সাথেই সাথে আল্লাহর গজব শুরু হয়েছে। এই তার প্রমাণ।
189444
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাফর ও মুরগি কবিরদের মনে হয় অনেক ভালো লাগতাছে
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
140600
সিটিজি৪বিডি লিখেছেন : এই লুইচ্চারা দেশ থেকে ইসলাম শব্দটি তুলে দিতে চায়।
189453
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
ইমরান ভাই লিখেছেন : কেয়ামতের আলামত
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
140601
সিটিজি৪বিডি লিখেছেন : আরো দেরী আছে। ধর্ম নিরপেক্ষ রাষ্টে আরো অনেক কিছু ঘটবে।
189479
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ডিজিটাল বাংলার নারী।
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
140602
সিটিজি৪বিডি লিখেছেন : কোন পুরুষকে আমরা এইভাবে উলঙ্গ হতে দেখি নাই। নারীকে কেন উলংঙ্গ হয় একমাত্র তারাই ভাল বলতে পারবেন।
189521
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : এরা নারী না, এরা বেশ্যা
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
140625
সিটিজি৪বিডি লিখেছেন : ওদেরকে আমাদের দেশের এক শ্রেনীর নারী নেত্রীরা উস্কে দেয়।
189724
১০ মার্চ ২০১৪ সকাল ০৫:৪৭
বিদ্রোহী নজরুল লিখেছেন : একজন বেশ্যা আর পতিতা যখন তার দেহ বিক্রি করে আনন্দ পায় তখন আমার বা আপনার কিছুই করার থাকেনা।
কিন্তু যখন সেই পতিতা দেহের সাথে সাথে তার নিজের জন্মভূমিকেও বিক্রি করে দেয় তখন সেটা মেনে নিতে পারিনা।
কই আজকে চেতনার ফেরীওয়ালারা? া
১০ মার্চ ২০১৪ সকাল ১০:১৮
140828
সিটিজি৪বিডি লিখেছেন : আমি আপনার পোষ্টে মন্তব্য করতে পারছি না। ব্লকটা তুলে নিন।
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:৪২
141266
বিদ্রোহী নজরুল লিখেছেন : সরি ভাইয়া...!
কবেযে ব্লক করলাম আমি নিজেও জানিনা... Crying Crying
এখন ok.
189812
১০ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাফ্রিকবাল নামের চেতনাজীবিরা এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখে।

আরো অনেক কিছু ঘটবে যা কেউ ভাবেনি আগে। আল্লাহ আমাদের সহায় হোন।
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৫৬
140875
সিটিজি৪বিডি লিখেছেন : একটা মেয়ে জাতিকে উলঙ্গ করে রেখেছে। চেতনাধারীরা এখন কিছুই বলছে না কেন?
189840
১০ মার্চ ২০১৪ সকাল ১১:০০
সজল আহমেদ লিখেছেন : পতিতা মাকসের ফাঁসি চাই।
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
140876
সিটিজি৪বিডি লিখেছেন : কে দিবে ফাঁসি? ওকে আরো পুরস্কিত করবে।
১০
189883
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৪৫
সায়েম খান লিখেছেন : রাস্তার পতিতারাও টাকা ছাড়া নিজের দেহ প্রদর্শন করেনা। মাকসুদা এর চাইতেও নিকৃষ্ট ...
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
140877
সিটিজি৪বিডি লিখেছেন : ঐ প্রতিষ্টানটি মাকসুদা দিয়ে সারা জাতিকে উলঙ্গ করে দিয়েছে।
১১
189923
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:০৩
বিন হারুন লিখেছেন : বাংলাদেশে হরেক রকমের পাগল আছে, তন্মধ্যে মনে হয় এও একজন.
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
140947
সিটিজি৪বিডি লিখেছেন : টাকার পাগল।
১২
189989
১০ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
সায়িদ মাহমুদ লিখেছেন : হুম কিচ্ছু কইতাম না। দেশে আরো কতশত বিষয় গ্যাঞ্জাম..........
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
141030
সিটিজি৪বিডি লিখেছেন : নারী নেত্রীরা এখন কি বলবেন? মাকসকে কি প্রগতিশীল নারীর মডেল হিসেবে চিন্হিত করবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File