۞۞ ব্লগ থেকে পরিচয়-বন্ধুত্ব-ভালবাসা এমনকি পরিণয়ও হতে পারে..۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪১:০৬ সন্ধ্যা
২০০৮ সালে সামইন ব্লগের মাধ্যমে ব্লগিং করা শুরু করি। তারপর আমার ব্লগ, ওপেষ্ট ব্লগ, সোনারবাংলা ব্লগ, প্রথমআলো ব্লগ, বর্ণমালা ব্লগ ও সর্বশেষ টুডে ব্লগে প্রবেশ করি। বর্তমানে টুডে ব্লগ সবার সেরা। আমাদের খুব প্রিয় ব্লগ সাইট।
ইতিমধ্যে কয়েকটি ব্লগ সাইট বন্ধ হয়ে গেছে। আমাকে কয়েক মাস ধরে সামইন ব্লগে প্রথম পাতায় আসতে দিচ্ছে না। আমার ব্লগে খুব বেশী পোষ্ট দেয়া হয়নি। প্রথম আলো ব্লগে পোষ্ট দিয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় বলে কম যাতায়াত করি। আমাদের সকলের প্রিয় ব্লগ সাইট সোনারবাংলাদেশ বন্ধ হয়ে যাবার সবাই টুডেতে ব্লগিং করে যাচ্ছি। টুডে ব্লগের উপর দিয়েও অনেক ঝড়-তুফান বয়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের মডু ভাইদের আন্তরিক প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে আমরা আবারও প্রিয় সাইটটি দেখতে পাই। তাই মডু ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ও দু'আ ও ভালবাসা রইল।
এই ব্লগের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত অনেক জ্ঞানী-গুনী ভাই-বোনদের পোষ্ট পড়ে আমরা সবাই জ্ঞান অর্জন করে চলেছি।
এই ব্লগ সাইটের মাধ্যমে অনেক ভাই-বোনদের সাথে পরিচিত হতে পেরেছি।
এই ব্লগ সাইটের মাধ্যমে অনেক ভাইদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক সৃষ্টি হয়েছে।
এই ব্লগ সাইটের মাধ্যমে অনেক বোন পেয়েছি যাদের লিখা পড়ে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চেষ্টা করি।
এই প্রিয় মানুষগুলোর পোষ্ট না দেখলে অথবা ফেইসবুকে অনুপস্থিত দেখলে মনটা খারাপ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোজ করতে থাকি।
পরিশেষে বলতে চাই যে, যে যেখানে থাকুন না কেন..হঠাৎ করে উধাও হবার আগে আমাদেরকে জানিয়ে যাবেন। আপনাদের অনুপস্থিতি আমাদেরকে কষ্ট দেয়। সবাই ভাল থাকুন।
মডু ভাইদেরকে একটি অনুরোধ জানাবো যে..সবার নামের শেষে মেইল এড্রেস এড করা যায় কিনা একটু দেখবেন।
যেমনঃ
সিটিজি৪বিডি এর ব্লগ
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমাদের সবার এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য
যাজ্জাকাল্লাহ খায়ের ।
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন আমাদের সবার এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য
ধন্যবাদ আপনাকে।
কথাটা কিন্তু বহত ভাবার মতো।
আর আমাদের সবার ভালবাসা যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
মন্তব্য করতে লগইন করুন