۞۞ ট্যুর এন্ড ট্রাভেলঃ আটলান্টিস দ্যা Palm হেটেল, Dubai ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:৪৩ বিকাল

গত বৃহস্পতিবার রাতে আমার কাতার প্রবাসী বন্ধুকে নিয়ে Atlantis The Palm, Dubai দেখতে গিয়েছিলাম। আজ আপনাদেরকে দুবাইয়ের পাম জুমেরায় অবস্থিত আটলান্টিস দ্যা পাম হোটেলের ভিতরের দৃশ্য দেখাব। আশাকরি ছবিগুলো আপনাদের ভাল লাগবে। যারা সুন্দর বাড়ী তৈরী করার স্বপ্ন দেখছেন...ছবি দেখেই আমাকে ধন্যবাদ জানাতে ভুলে যাবেন না। আর কথা নয়..এবার চলুন ফ্রিতে Atlantis The Palm, Dubai দেখে আসি।











(ছবিঃ সিটিজি৪বিডি)


ছবিঃ ইন্টারনেট থেকে-----
বিষয়: বিবিধ
২২৬৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ছবি দেখে আমার বরং বলতে ইচ্ছা করছে, 'আল্লাহর জন্য দিনে কমপক্ষে ১৭ মিনিট সময় বিনিয়োগ করলে, এমনতর অসংখ্য সুন্দর বাড়ী - সাথে অবশ্যই বেডরুম, ড্রয়িং, ডাইনিং ও ফুলসেট আয়া বাবুর্চির নিশ্চয়তা রয়েছে'। সেখানে শুধু স্বপ্ন দেখবো কেন? বরং বিনিয়োগ করি। আর লিখক কে ধন্যবাদ দেই - এ কারনে যে - তিনি কষ্ট করে অমন প্রজেক্ট এর কিছু দৃশ্যমান ছবি ব্লগবাসীদের জন্য উপস্থাপন করেছেন ।
ধন্যবাদ।
এই সাইটে ভিজিট করে এই ফাইভ স্টার হোটেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিজ চোখে দেখতে চাই।
ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগ্লো...
ভালো লাগল, তবে সরাসরি দেখলে আরো ভালো লাগত।
মন্তব্য করতে লগইন করুন