۞۞ চল চল সবাই চল স্কুলেতে যাই ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৭:০০ সকাল
জারিফা আমরিন
চল চল সবাই চল স্কুলেতে যাই
====================
স্কুলেতে যেতে হয় প্রতিদিন সকালে
ঘুম থেকে উঠে কি যেতে ইচ্ছে করে?
শুরু করি কান্নাকাটি, পেট ব্যথা করে
এই নিয়ে বাসার সবাই হাসা-হাসি করে।
ক্লাসে গিয়ে টেবিলে রাখি মাথা
মনে পড়ে খেলনা আর বাবার কথা।
আমার পাশে দাড়িয়ে থাকে সারা চাচী
থাকিয়ে থাকি কখন বাজবে ঘন্টি।
ঘন্টি শুনার সাথে সাথে চাচীর সাথে চলি
চকলেট খাওয়ার জন্য কত আবদার করি।
চাচী দেয় চকলেট মজা করে খাই
এই খুশীতে প্রতিদিন স্কুলেতে যাই।
চল চল সবাই চল স্কুলেতে যাই
পড়ালেখা করে আমরা বড় হতে চাই।
বিষয়: বিবিধ
২৮৩৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
ছয় বছর বয়স হইছে আর ছাড়া নাই স্কুলেতে চেতে হবে মনে রেখ তাই ।
ভাইজান আপনার কবিতা পড়ে এই গানটা মনে পড়ল ।
জারিফার মা মনির জন্য দোয়া রইল আর আপনার জন্য
আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।
আব্বু বলেন পড়রে শুনা আম্মু বলেন মন দে
পাঠে আমার মন বসেনা কাঠাল চাঁপার গন্ধে।
মন্তব্য করতে লগইন করুন