۞۞ চল চল সবাই চল স্কুলেতে যাই ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৭:০০ সকাল

Love Struck Love Struck Love Struckজারিফা আমরিন Love Struck Love Struck Love Struck



চল চল সবাই চল স্কুলেতে যাই

====================

স্কুলেতে যেতে হয় প্রতিদিন সকালে

ঘুম থেকে উঠে কি যেতে ইচ্ছে করে?

শুরু করি কান্নাকাটি, পেট ব্যথা করে

এই নিয়ে বাসার সবাই হাসা-হাসি করে।

ক্লাসে গিয়ে টেবিলে রাখি মাথা

মনে পড়ে খেলনা আর বাবার কথা।

আমার পাশে দাড়িয়ে থাকে সারা চাচী

থাকিয়ে থাকি কখন বাজবে ঘন্টি।

ঘন্টি শুনার সাথে সাথে চাচীর সাথে চলি

চকলেট খাওয়ার জন্য কত আবদার করি।

চাচী দেয় চকলেট মজা করে খাই

এই খুশীতে প্রতিদিন স্কুলেতে যাই।

চল চল সবাই চল স্কুলেতে যাই

পড়ালেখা করে আমরা বড় হতে চাই।





বিষয়: বিবিধ

২৮৩৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176569
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : মনে পড়ে গেল সেই স্কুল জীবনের কথা, স্কুল ফাকি দিয়া ক্রিকেট খেলা।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০১
129764
সিটিজি৪বিডি লিখেছেন : প্রতিদিন স্কুলে না যাওযার জন্য আমার কন্যার পেট ব্যথা করে..কান ব্যথা করে..চোখ খুলতেও পারে না..আরো কত যে টালবাহানা...........
176580
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
বিন হারুন লিখেছেন : অনেক অনেক সুন্দর হয়েছে আপনার কবিতা. জারিফার জন্য দোয়া রইল. Rose
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
129768
সিটিজি৪বিডি লিখেছেন : দুর প্রবাসে সন্তানদের কথা বেশী মনে পড়ে..ধন্যবাদ। ভাল থাকবেন।
176590
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
129773
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কবি নই ভাই....শুধুমাত্র প্রিয় কন্যাকে নিয়ে কবিতা লিখার চেষ্টা করি...প্লিজ কবিতা পড়ে হাসবেন না।
176602
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
সান বাংলা লিখেছেন : মনে পড়ে খেলনা আর বাবার কথা। এটা আমার মেয়ের কথা।
ভালো লাগলো অনেক ধন্যবাদ Good Luck Good Luck
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
129791
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
176670
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
আলোর আভা লিখেছেন : এইদিন দিন নয় আরো দিন আছে ।এই দিনকে নিব মোরা সেই দিনের ও কাছে

ছয় বছর বয়স হইছে আর ছাড়া নাই স্কুলেতে চেতে হবে মনে রেখ তাই ।

ভাইজান আপনার কবিতা পড়ে এই গানটা মনে পড়ল ।

জারিফার মা মনির জন্য দোয়া রইল আর আপনার জন্য Good Luck Good Luck
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
129859
সিটিজি৪বিডি লিখেছেন : জারিফাকে চার বছরেই স্কুলে পাঠিয়েছি।..ধন্যবাদ। ভাল থাকবেন......................
176736
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্কুল জীবন অনেক মজাদার।
আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
129891
সিটিজি৪বিডি লিখেছেন : মজার একটি কাহিনী শুনতে চাই।
176755
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : মা-মনিকে স্কুলে দিয়েছেন? খুব ভালো হলো। দোয়া রইলো।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
129928
সিটিজি৪বিডি লিখেছেন : Ji vaijaan...doa korben.
176941
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার তালহা ও স্কুলে জাচ্ছে দোয়া করবেন। আর আপনার মা-মনির জন্য দুআ থাকলো।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
130388
সিটিজি৪বিডি লিখেছেন : অনেক অনেক দোয়া রইল মিয়াজী ভাই।
177026
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন :
আব্বু বলেন পড়রে শুনা আম্মু বলেন মন দে
পাঠে আমার মন বসেনা কাঠাল চাঁপার গন্ধে।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
130389
সিটিজি৪বিডি লিখেছেন : কবিদের কবিতা পড়ে আমি ধন্য হয়েছি
১০
178724
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : দারুন হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
131844
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি..কিন্ত হচ্ছে না কেন?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৯
131927
মুমতাহিনা তাজরি লিখেছেন : বলতে বলতে বক্তা আর শুনতে শুনতে তক্তা (এটা একটা উদাহরন) আপনিও চেষ্টা করেন দেখবেন লিখতে লিখতে একদিন কবি হয়ে গেছেন।Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File