۞۞ প্রতিদিন প্রবাস থেকে আসছে লাশ.......۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৫:৪৭ সকাল
۞۞ প্রতিদিন প্রবাস থেকে আসছে লাশ.......۞۞
============================
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন বাংলাদেশী প্রবাসীদের ৮/১০টি লাশ আসছে। প্রিয়জনদের ক্রন্দনে বিমান বন্দরের আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। বিদেশে টাকা উপার্জন করতে গিয়ে ফিরছে লাশ হয়ে। প্রিয়জনের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারগুলো কান্নায় ভেঙ্গে পড়ে। লাশের আশায় আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বেশীর ভাগ মৃত্যুর কারণ হিসেবে লিখা হচ্ছে অস্বাভাবিক-----------------
۞۞ প্রবাসী লাশের পরিসংখ্যান ۞۞
========================
২০০৮ থেকে ২০১৩ সালঃ
ছয় বছরে ৫৬টি দেশ থেকে লাশ এসেছে ১৩ হাজার ৮৭২ জন
বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই গড়ে আট থেকে দশজন প্রবাসীর লাশ আসছে।
۞۞ মৃত্যুর কারণ গুলো কি কি ۞۞
=======================
মস্তিষ্কে রক্তক্ষরণ
হূদেরাগ
কর্মক্ষেত্রে দুর্ঘটনা,
সড়ক দুর্ঘটনা,
ক্যানসার,
আত্মহত্যা কিংবা
প্রতিপক্ষের হাতে খুন
বেশীর ভাগ মৃত্যু হয় হৃদরোগের কারনে।
۞۞ কেন প্রবাসীরা হৃদরোগে আক্রান্ত হন? ۞۞
==============================
পাঁচটি কারনে প্রবাসীরা হৃদরোগে আক্রান্ত হয়ঃ
১. প্রতিকূল পরিবেশ,
২. যে বিপুল টাকা খরচ করে বিদেশে যান, সেই টাকা তুলতে অমানুষিক পরিশ্রম এবং একই সঙ্গে বাড়িতে টাকা পাঠানোর চিন্তা,
৩. দিনে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা,
৪. অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা,
৫. দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং সব মিলিয়ে মানসিক চাপের কারণেই সাধারণত স্ট্রোক বা হূদেরাগের মতো ঘটনা ঘটছে।
তথ্য সুত্রঃ প্রথমআলো
۞۞ প্রবাসীদের জন্য আমরা কি করতে পারি? ۞۞
১. আমাদের প্রবাসী বাবা/ভাই/স্বামী/বন্ধু/অথবা আত্বীয়কে প্রতিমাসে ফোন করে খোজ খবর নিতে হবে।
২. বেশী টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
৩. পরিবারের সবাইকে মিলেমিশে থাকতে হবে। সামান্য ঝগড়া-বিবাদের কথা প্রবাসীকে জানানো থেকে বিরত থাকতে হবে।
৪. ফোনে কথা বলার সময় বেশী কথা না বলে অল্প কথায় শেষ করতে হবে।
৫. বছরে একবার প্রবাসীকে মেডিকেল চেকআপ করাতে হবে।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন