====/আজ আমাদের ৫ম বিবাহ বার্ষিকী/====দুই মিনিট নীরবতা পালন করলে কেমন হয়?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৫:২২ সকাল
স্ত্রীঃ জান, আজ কী বার?
স্বামীঃ কেন, বৃহস্পতিবার ।
স্ত্রীঃ আমি জানি তুমি ভুলে যাবে আজ আমাদের বিবাহ বার্ষিকী। এবার বল, কীভাবে পালন করবে?
স্বামীঃ দু’মিনিট নীরবতা পালন করলে কেমন হয়?
====/আজ আমাদের ৫ম বিবাহ বার্ষিকী/====
আজ আমাদের ৫ম বিবাহ বার্ষিকী। বিয়ের পরবর্তী বছরগুলোর এই দিনে একবারও দেশে থাকার সুযোগ পাইনি বলে প্রবাসে বসেই সেই দিনের স্মৃতিচারণ করছি। "এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে পারস্য সাগরের অথই পানি" তাই সিদ্ধান্ত নিয়েছি সাগরের পাড়ে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করব.............
দাম্পত্য জীবনে আল্লাহর আদেশ-নির্দেশ ও রাসুলে আকরাম (সাঃ) এর হাদীসের আলোকে জীবন-যাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হে আল্লাহ আমাদেরকে আদর্শ স্বামী-স্ত্রী হিসেবে কবুল করে নাও। আমিন।
বিয়ে পরে কিভাবে যে পাঁচটি বছর চলে গেল বুঝতেই পারছি না। সময় কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঘড়ির কাটা টিক টিক করে ননষ্টপ চলছে। আমাদের জীবন থেকে ও মুল্যবান সময়গুলো চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে মৃত্যের দিকে ছুটে যাচ্ছি। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদেরকে না ফেরার দেশে চলে যেতেই হবে। সংক্ষিপ্ত এই জীবনে আল্লাহর দেয়া নেয়ামত আমাদের প্রিয় সন্তান দুটিকে সুশিক্ষা দিয়ে দুনিয়াতে রেখে যেতে পারলেই জীবনটা সার্থক হবে। হে আল্লাহ আমাদের মনের সকল আশা পুরণ করে দিন। আমিন।
শুধূ আপনাদের জন্য------
বিষয়: বিবিধ
৪৪৪৩ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিনন্দন!
সে কি ভোলা যায়!
..
আমার আরেক পেটুক বন্ধু সহ আমার খাওয়ার দাওয়াত আপনার বাসায় রইলো।
অনেক শুভকামনা ।
এখন কিযে করি
আপনাদের দাম্পত্য জীবন আরো সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
মন্তব্য করতে লগইন করুন