۞۞ .....মাউস এর ব্যবহার.....۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪০:১৭ বিকাল
আজ সকালে ফেইসবুকে উপরে ছবিটি দেখে আরো কিছু ছবি কালেকশন করেছি। ছবিতে দেখা যাচ্ছে এক মা তার প্রিয় সন্তানের পিঠে মাউস রেখে ল্যাপটপ চালাচ্ছেন। কি অসাধারণ দৃশ্য। সন্তানের প্রতি মায়ের কি দরদ এই ছবিতে বোঝা যাচ্ছে--(এই কাজটি করা উচিত নয়) বাবুটার কি কষ্ট হচ্ছে না?
১৯৯৫ সাল থেকে মাউস দিয়ে ডেক্সটপ কম্পিউটার চালাচ্ছি। ল্যাপটপ চালাতেও মাউস ব্যবহার করি। আমি মাউস ছাড়া কম্পিউটার চালাতেই পারি না। আমার হাতের অবস্থা ও হয়েছে নিচের ছবির মত। ডান হাত একটি অংশ ফুলে শক্ত হয়ে গেছে-------------------------------
বিষয়: বিবিধ
১৭৯০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাতের সমস্যা এড়াতে কিছুদিন টাচপ্যাড ব্যবহার করুন।
হা হা হা........
আপনার মাউস প্যাডের যত্ন নিন!
মন্তব্য করতে লগইন করুন