۞۞ আমার ২০০ তম পোষ্ট
আফরাজের ফটো
۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪৮:৪১ সন্ধ্যা

একমাস আগে পেয়েছিলাম আফরাজের ফটো ![]()
সেই ছবিতে দিয়েছিলাম হাজারো চুমো।
পুত্র আমার করে শুধু কান্নকাটি ![]()
ইচ্ছে করে প্রবাস থেকে ছুটে আসি।
প্রবাস তো নয় যেন এক জেলখানা। ![]()
পুত্রের কথা মনে পড়লে থাকতে পারি না।
ছবি দেখে নিজেকে দিই শান্তনা ![]()
কবে যে দেশে যাব জানি না জানি না------------
কবিতা পড়ে আপনারা আবার হাসবেন না----
বিষয়: বিবিধ
১৭১৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কবিতা অনেক সুন্দর হয়েছে তবে আবেগ জড়িত
আপনার বাচ্ছার জন্য
আফরাজকে দেখতে যদি চায় তোমার মন
তারাতারি দেশে আসতে এখনি করো পণ
দেখে শুনে এসো তবে হয়ে সাবধান
কারাগার দেশটি যখন বালের অবদান।
আর ভাই প্রবাসী বলে কথা!
মাসাআল্লাহ আপনার জারিফা আফ্রাজ দুজনেই অনেক সুইট ।অনেক আদর ও ভালবাসা রইল দুজনের জন্য।
জারিফার জন্য
মন্তব্য করতে লগইন করুন