ভোট কেন্দ্রের ছবি দেখে ব্যাপক বিনোদন পাইবেন (আপডেট চলতে থাকবে)
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:০৯ দুপুর
প্রবাসী বলে আমরা ভোটার নই। তাই বলে আমরা মন খারাপ করে বসে থাকতে পারি না। আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমি এখন ছবির মাধ্যমে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করব। আপনারা সাথেই থাকুন। ভোট কেন্দ্রের ছবি দেখে প্রবাসীদের মন ভাল হয়ে যেতে পারে।
বিষয়: বিবিধ
৩৮৬১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স হমত ।
উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। শুধু কুয়াশার কারনে মানুষজন দেখা যাচ্ছেনা। হ্যাঁ বেশ কিছু ভুত ভোটার ও ভোট দিচ্ছে। তারা অশরিরি তাই তাদের দেখা যাচ্ছেনা।
ঐ রাজার ঘটনা মনে আছে যে বলসিলো সব দর্জি জামা বানায়া আনবে। যারটা পছন্দ হবেনা, তাকে ফাঁসিতে ঝোলাবো। তো এক ব্যাটা ফন্দি করে খালি হাতে গিয়ে বলে মহারাজ এই জামা খুব ইস্পেশাল, শুধু বুদ্ধিমানেরাই দেখে। তো এই ভোটারগুলাও এমন, ১০০% আব্বর পোলা (আই মিন আওয়ামী লীগ) না হইলে দেখা যাইবো না....হে:হে: হে: হে:
engineer.arifur.rahman
মন্তব্য করতে লগইন করুন