আফরাজ আফরাজ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫১:৩৫ সন্ধ্যা
আফরাজ আফরাজ
শোন আমার বাপজান
এখন তুমি সবার কোলে কোলে
তাইতো তোমার বুবু আছে রেগে
তোমার দাদী তোমার অপেক্ষায়
তাড়াতাড়ি যাও বাসায়।
আমি তো বাবা দুরপ্রবাসী
ইচ্ছে করছে ছুটে আসি।
আসতে চাইলেও আসা যায় না
এই প্রবাস ছাড়া যায় না।
লক্ষ প্রবাসী বাবা দেখছে সন্তানের ছবি
এই প্রবাস থেকে তোমাদেরকে খুব ভালবাসি।
( আমাদের প্রিয় কবি বাকপ্রবাস প্রতিমিনিটে কবিতা ডেলিভারী দিতে পারেন। আমার সন্তান "আফরাজ মাহমুদ' এর জন্য দুটি কবিতা লিখেছেন। এই পোষ্টের মাধ্যমে আমি কবি বাকপ্রবাসকে ধন্যবাদ জানাচ্ছি )
(জন্মে পর আমার পুত্র সন্তানের নাম রেখেছিলাম "আখদান মাহমুদ" পরিবারের সদস্যদের অনুরোধে নাম পাল্টিয়ে রেখেছি "আফরাজ মাহমুদ" তাই প্রিয় কবিদের কবিতায় আখদানের স্থলে আফরাজ করে দিয়েছি)
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন