۞۞ আল্লাহ তা’য়ালা আজকে আমাকে একজন পুত্র সন্তান দান করেছেন। আল-হামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি আমার সন্তানের নাম রেখেছি "আফরাজ মাহমুদ" ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:২৩:৩৪ সকাল
আল্লাহ তা’য়ালা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আল্লাহ তা’য়ালা আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০১৩ ইংরেজী, ২ পৌষ ১৪২০ বাংলা, ১৪ সফর ১৪৩৫ হিজরী, সকাল ১১.০০ টায় আমাকে একজন পুত্র সন্তান দান করেছেন। আল-হামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি আমার সন্তানের নাম রেখেছি "আফরাজ" মাহমুদ। আশাকরি, সবাই আমার সন্তান ও তার আম্মার জন্য দু’আ করবেন।
۞۞ আফরাজ এর জন্য প্রিয় ব্লগার বাকপ্রবাসের কবিতা ۞۞
দুঃখের মাঝে খুশীর খবর, বাকপ্রবাস
এমন দু:খের দিনেও সুখের খবর শুনতে চান!
জামাল ভাই এর ছেলে হল আফরাজ মাহমুদ নাম
জারিফা পেল ছোট ভাই, তাই খুশির সীমা নাই
মিষ্টি হাতে আসছে সবাই কোনটা ফেলে কোনটা খাই
এসেছে নতুন শিশু এসেই দেখে হরতাল, অবরোধ
কেদেঁছে ইচ্ছেমতো সরকারের নেই কেন বিচার বোধ
নেড়েছে মাথাটা ছুড়েচে হাত পা যাবে নাকি মিছিলে
বলেছে ওয়া ওয়া আমিও চিটাইংগা ফোয়া ছাড়বনা ধরিলে
আফরাজ / বাকপ্রবাস
আফরাজ আফরাজ
দেখাও দেখি মুখখান
আহা কি মিষ্টি
অপলক দৃষ্টি
আফরাজ আফরাজ
মা বলে জানের জান
বাবা বলে পরানের পরান
চাচা মামা খালা বলে
দেখি দেখি এদিক আন
নানা বলে আয় সোনা
নানী বলে এখন না
দাদা বলে দেখি'না
দাদী বলে খাবে না?
আফরাজ আফরাজ
হাজারে একখান
চিটাইংগা ফোয়া
মাড়িত ফইল্লে লোয়া
আফরাজ জন্য প্রিয় ব্লগার সত্যলিখন (পারভীন আপার) দুআও ভালবাসা
আমার ছোট ভাইয়ের ছেলেটি
মায়া বড় চাঁদমুখি
এই বাংলার মাটি কি
দিবে তোমায় মুখভরে হাসিতে?
ছেলের মাকে দেখিনাই দু'চোখ ভরিয়া
তবুও আমি ফুপ্পি বলিয়া
দিলাম তোমাদের শীতের পিঠা পছন্দ করিয়া
খেয়ে নিবে সবাই ভাগ করিয়া।
জামাল, আল্লাহ তোমাকে ও তোমার ছেলেকে মুক্তাকীনদের ইমাম বানিয়ে দিন আর নেক হায়াত দান করে দুনিয়াবী ও আসমানী সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন আমিন।
নবজাত শিশু জন্মের সুসংবাদ দেওয়ার বিধান
মুসলিমদের জন্য সুন্নত হলো তার ভাইকে আনন্দ দেওয়ার ব্যাপারে জলদি করা এবং যা দ্বারা খুশী হয় তা অবগত করানো। আর নবজাত শিশুর জন্মের জন্য তাকে স্বাগত জানানো ও দোয়া করা।
“ হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি , তার নাম হবে ইয়াহয়া। ইতিপূর্বে আমি এই নামে কারো নাম করণ করিনি।” (সুরা-মারয়ামঃ৭)
ஜ۩۞۩ஜ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ஜ۩۞۩ஜ
বিষয়: বিবিধ
২৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন