আজকের এই বিজয় দিবসে জাতীয়তাবাদী ও ইসলামী মূ্ল্যবোধে বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে জুলুমবাজদের হাত থেকে রক্ষা করার শপথ নিতে হবে।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ ডিসেম্বর, ২০১৩, ১২:৩৬:২০ দুপুর



১৯৭১ সালে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল। যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তাদের হাতেই বাংলার ধর্মপ্রাণ মুসলমান বেশী নির্যাতনের শিকার হয়েছে, এখনো হচ্ছে। প্রতিদিন পাখির শিকারের মত গুলি করে মানুষ মারছে। পত্রিকা দেখে মনে হয় আমাদের দেশে এখন হত্যার মহোৎসব চলছে। একটি স্বাধীন দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে। রাজনীতি করে ক্ষমতায় যেতে পারে। এখন একটি রাজনৈতিক দল যদি মনে করে আমাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাই আমরা কেয়ামত পর্যন্ত দেশ শাসন করে যাব এ আশা করা বড় ভুল। সঠিক ভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দলের ভূল কর্মকান্ডের কারনে, জুলুম-অত্যাচারে অতিষ্ট হয়ে মানুষ এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার ধর্মপ্রাণ জনগন এখন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলকে ক্ষমতায় দেখতে চায়। আজকের এই বিজয় দিবসে জাতীয়তাবাদী ও ইসলামে মূ্ল্যবোধে বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে জুলুমবাজদের হাত থেকে রক্ষা করার শপথ নিতে হবে। নইলে এদেশে প্রতিদিন লাশ পড়ছে, আরো রক্ত ঝরবে, আরো মায়ের বুক খালি হবে।

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File