۞۞ দুবাইতে ট্রাফিক আইন অমান্য করার কারনে আমাকে ২০০ দিরহাম জরিমানা ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ নভেম্বর, ২০১৩, ০৬:২৮:৪২ সন্ধ্যা



আজ দুপুরে দুবাইতে অবৈধভাবে রাস্তা পার হতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছি। পুলিশ আমার আইডি কার্ড রেখে দিয়ে হাতে একটি কাগজ ধরিয়ে ধেয়। আগামী ১৫ দিনের মধ্যে ২০০ দিরহাম জরিমানা দিয়ে দুবাই পুলিশ হেডকোর্য়াটার থেকে আইডি কার্ড আনতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তারপর আরো কঠিন শাস্তি আছে। অর্থাৎ জরিমানা আরো বৃদ্ধি পাবে। আজ দেখলাম দুবাইয়ের আইন-কানুন কত প্রকার ও কি কি। আমার মত অনেকে রাস্তা পার হতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে জরিমানা গুনতে হয়। আর আমাদের দেশে? কে মানে ট্রাফিক আইন?



১ দিরহাম=২১.৫০/ ২০০ দিরহাম=৪৩০০.০০ টাকা

আজ থেকে আর কোন দিন জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হব না। এমনকি বাংলাদেশও না। এই আমি শপথ নিলাম।

যে দেশেই থাকুন না কেন ট্রাফিক আইন মেনে চলুন।

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File