۞۞ কন্যার কথা মনে পড়লে বুকটা ফাইট্টা যায় ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১০ নভেম্বর, ২০১৩, ০৫:১৩:০৪ বিকাল
۞۞ কন্যার কথা মনে পড়লে বুকটা ফাইট্টা যায় ۞۞
আমার কলিজার টুকরো জারিফা আমরিনকে নিয়ে ফেইসবুকে-ব্লগে অনেক পোষ্ট দিয়েছি। প্রবাসীদের বাস্তব চিত্রগুলো তুলে ধরি বলে এই পোষ্টগুলো সবাই মনযোগ সহকারে পড়ে। সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে/প্রবাসীদেরকে শান্তনা দেয়। মাতা-পিতা-সন্তানের সম্পর্ক কি রকম হয়, সন্তানের জন্য মাতা-পিতার হৃদয়ের টানটা কেমন হয়, সন্তানের জন্য মাতা-পিতারা কেমন ছটপট করে বাবা না হওয়ার আগে জানতাম না, ঝুঝতামও না। এখন এই দুর প্রবাসে প্রতিটি মিনিটে প্রিয় কন্যার কথা মনে পড়ে। কন্যার কথা ভাবতে গিয়ে প্রতিদিনই আমার প্রেসার বেড়ে যায়।
২০১০ সালের জানুয়ারীর ২১ তারিখ জন্ম নেয়া জারিফার বয়স এখন তিন বছর ১০ মাস। এই বয়সের শিশুরা কত আদর করে কথা বলে, তারা বাসায় খেলাধুলা করে ঘরকে মাতিয়ে রাখে। এই বয়সের শিশুরা একটু একটু পড়ালেখা শিখতে শুরু করে। আমার কন্যাও বাসায় হুজুরের কাছে আরবী পড়ছে। তার শানীন আপু, শাহিক ভাইয়ের সাথে বই-খাতা নিয়ে পড়তে বসে। বড়দের পুরাতন বই-খাতাগুলো স্কুল ব্যাগে নিয়ে বাসার সবার রুমে ছোটাছুটি করে। এই দৃশ্য দেখতে কার না ভাল লাগে? আমরা সন্তানের পিতারা প্রবাসী বলে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারি না। আমরা পারিনা প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে একটু আদর করতে। আমরা পারিনা প্রিয় সন্তানকে হাত ধরে পথে-প্রান্তরে হাটতে। আমরা কিছুই করতে পারি না। শুধুমাত্র দুর প্রবাস থেকে প্রতিমাসে রেমিটেন্স পাঠিয়ে থাকি আর প্রতিদিন ফোন করে খবর রাখা ছাড়া আমরা কিছুই করতে পারি না।
সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে মোবাইলের স্ক্রিনে অথবা এ্যলবামে প্রিয়জনদের ছবি দেখে আমাদের বুকটা নীরবে কেঁপে ওঠে। আমরা উচ্চস্বরে কাঁদতেও পারিনা পাশের সিটের ভাইটির ঘুম নষ্ট হবে বলে। ওহ কি যে কষ্ট আমাদের।
আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদেরকে প্রবাসী করে পরিবার থেকে দুরে রেখেছে। এর জন্য দায়ী আমাদের দেশের রাজনীতিবিদরা যারা দেশ চালায়। ১৬ কোটির মানুষের এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে-মেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে পাশ করে চাকরীর সন্ধ্যানে ছুটতে থাকে। কিন্ত কর্মসংস্থানের অভাবে সবার ভাগ্যে চাকরী জুটে না বলে তারা প্রবাসের দিকে ছুটতে বাধ্য হয়। স্বাধীনতার পর থেকে বিদেশ যাত্রার মিছিল শুরু হয়েছিল। এই মিছিল এখনো আছে। এই মিছিল আর কতদিন চলবে? সরকার কর্মসংস্থান সৃষ্টি করে এই বিদেশ যাত্রার এই বিশাল মিছিলটি আটকাতে পারে না কেন? আর কতদিন এই প্রবাসীরা পরিবার থেকে দুরে থাকবে? জানি কেউ এই প্রশ্নের কোন উত্তর দিতে পারবে না।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন