۞۞ দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্ত ব্লগারদের সংখ্যা দিন দিন কমছে কারণ কি? ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ নভেম্বর, ২০১৩, ০৫:৩০:১৭ বিকাল

দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্ত ব্লগারদের সংখ্যা দিন দিন কমছে কারণ কি?
সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ হয়ে যাবার পর অনেকে ব্লগ জগত থেকে হারিয়ে গেছে। পুরাতন ব্লগার যারা এখনো ব্লগিং করছে তারাও দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। তার প্রধান কারন হচ্ছে ব্লগে আগের মত পাঠক নাই। পোষ্টে মন্তব্যও নাই। ব্লগে সবাই কষ্ট করে পোষ্ট শেয়ার করেন। কেউ না পড়লে অথবা মন্তব্য না করলে ব্লগাররা উৎসাহ হারিয়ে ফেলতেই পারে। তাই ব্লগকে আগের মত জনপ্রিয় করে তোলার জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে। আমার কিছু আইডিয়া আপনাদেরকে শেয়ার করছি। আপনারাও আপনাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারেন।
۞۞ ব্লগের চাইতে ফেইসবুক অনেক জনপ্রিয়। আমরা সবাই ফেইসবুকে বেশী সময় ব্যয় করি। তাই ব্লগে পোষ্ট দিয়ে ফেইসবুকে ও শেয়ার করা উচিত।
۞۞ কোন পোষ্টের গুরত্বপূর্ণ অংশ ফেইসবুকের জনপ্রিয় গ্রুপ ও পেইজে শেয়ার করা যেতে পারে।
۞۞ ফেইসবুকের বন্ধুদেরকেও ব্লগে আসার জন্য উৎসাহিত করা যেতে পারে।
۞۞ ব্লগার ও পোষ্টের সংখ্যা বৃদ্ধির কারনে পোষ্টগুলো প্রথম পাতা থেকে দ্রুত চলে যায়। দ্বিতীয় পাতায় গিয়ে অনেকে পোষ্ট পড়তে চায় না। তাই প্রতিদিন একটি অথবা প্রতি সপ্তাহে কয়েকটির বেশী পোষ্ট না দিয়ে অন্যজনের পোষ্ট পড়ে মন্তব্য করে ব্লগারদেরকে উৎসাহিত করা উচিত।
۞۞ প্রতিমাসে ব্লগে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতার আয়োজন করা উচিত। এতে করে ব্লগাররা বিভিন্ন বিষয়ের উপর লিখতে উৎসাহিত হবে। পুরস্কার প্রদান করতে না পারলেও সেরা লেখক ও সেরা লেখাগুলো সংগ্রহ করে বই প্রকাশ করা যেতে পারে। অথবা ই-বুক তৈরী করা যেতে পারে। সেরা লেখক ও সেরা লেখা বাচাই করার জন্য একটি প্যানেল তৈরী করা যেতে পারে।
۞۞ ব্লগারদের নিয়ে ফেইসবুকে অনেক গ্রুপ আছে। সবাইকে নিয়ে শুধুমাত্র একটি গ্রুপ তৈরী করা যেতে পারে। যার মাধ্যমে নিজেদের মধ্য বন্ধুত্ব থেকে শুরু করে বিভিন্ন তথ্য আদান-প্রদান করা যেতে পারে।
۞۞ ব্লগারের নামের সাথে ই-মেইল এড্রেস থাকলে হারিয়ে যাওয়া ব্লগারদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন