۞۞ টুডেতে ঈদুল আযহার বিরাট গরু-ছাগলের হাট ۞۞ আগামী ১৫ অক্টোবর প্রবাসে ঈদ ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ অক্টোবর, ২০১৩, ০৫:৪২:০৯ বিকাল
আগামী ১৬ অক্টোবর আমাদের দেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্টিত হবে। দুবাইতে হবে ১৫ অক্টোবর। আর মাত্র ৩ দিন বাকী। ইতি মধ্যে গরু ব্যবসায়ীরা গরুকে মোটা তাজা করণ শেষ করেছে। এখন হাট-বাজারে গরু-ছাগল বিক্রয় চলছে। প্রতিটি বাড়ীতে/বাসায় ঈদের আনন্দ উৎসব শুরু হয়েছে। শহরবাসীরা গ্রামের বাড়ীতে ফিরে যাচ্ছে। আমার কন্যাও তার দাদুর বাড়ী ঈদ করতে গেছে।
চট্টগ্রামে বিয়ের বছর মেয়ের শাশুর বাড়ীতে গরু অথবা ছাগল উপহার দিতে হয়। চট্টগ্রাম বাসীদের জন্য এটি একটি প্রেস্টিজ ইস্যু। গরীবরাও এই সিস্টেম থেকে রক্ষা পায় না। তাদেরেকে ও কর্জ করে হলেও কমপক্ষে একটি ছাগল উপহার দিতে হয়। এই সিস্টেম আমার কাছে খুব খারাপ লাগে। গরীবদের উপর জুলুম ছাড়া আর কিছুই নয়।
প্রবাসীদের ঈদের কোন আনন্দ নাই। আমরা ঈদের ছুটিতে দেশে প্রিয়জনদের সাথে কথা বলেই নিজেদেরকে শান্তনা দিয়ে থাকি। কেউবা বন্ধুদের সাথে দুরে কোথাও ঘুরতে যায়। আমি ২০০৩ সাল থেকে প্রবাসেই ঈদ করছি। তাই ঈদের আনন্দ কেমন হয় ভুলতে বসেছি।
۞ হালাল টাকায় কোরবানীর পশু ক্রয় করবেন।
۞ কোরবানীর মাংস পরিবারের সবাইকে নিয়ে খাবেন।
۞ আত্বীয়-স্বজনদের বাড়ীতে পাঠাবেন।
۞ আপনাদের প্রবাসী ভাইদের জন্যও পাঠাবেন।
۞ বাড়ীর গরীব পরিবারগুলোতে বিলি করবেন।
۞ ফকির-মিসকিনদেরকে মাংস খেতে দিবেন।
۞ কম খেয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন।
তাহলেই আপনার কোরবানী আল্লাহর দরবারে শতভাগ কবুল হবে ইনশাআল্লাহ।
এই দুর প্রবাস থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ஜ۩۞۩ஜ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ஜ۩۞۩ஜ
বিষয়: বিবিধ
৫৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন