۞۞ কোন শালা মিসকল দেয় ۞۞ আমার প্রথম কবিতা ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ অক্টোবর, ২০১৩, ১২:২২:১৪ দুপুর
ইন্টারনেটে ব্লগ লিখছি আর
উদাস মনে অতীতের কথা ভাবছি
এমন সময়
কোন শালা মিসকল দেয়।
বিকেলে ভারাক্রান্ত মন নিয়ে নদীর ধারে বসে থাকি
অপেক্ষায় থাকি প্রিয়তমার এসএমএসের
এমন সময়
কোন শালা মিস কল দেয়।।
সারাদিন পরিশ্রম করে ক্লান্ত দেহ নিয়ে রাতে ঘুমাতে যাই
এলোমেলো স্বপ্ন নিয়ে এপাস ওপাস করি
এমন সময়
কোন শালা মিসকল দেয়।
"কোন শালা মিসকল দেয়" এটি একটি নাটকের ডায়ালগ। ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সালে বাংলাদেশের প্রথম ব্লগে সাইট সামুতে কবিতাটি লিখেছিলাম। সেই সময় আনমেরিড ছিলাম বলে কবিতার ভাষায়-----------
টুডেতে আমার অনেক প্রিয় ব্লগার নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বাকপ্রবাস। কবিতা লিখে ওনি বিশ্বরেকর্ডের কাছাকাছি চলে গেছেন--------আশাকরি বিশ্বরেকর্ডের সুখবরটা আমরা কোন একদিন পাব-------
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন