۞۞ আমাদের প্রিয় ব্লগার সত্যলিখন (পারভীন সুলতানা আপা) অসুস্থ। সবাই দোয়া করুন ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ অক্টোবর, ২০১৩, ০৬:০২:৩৮ সন্ধ্যা



আমাদের প্রিয় ব্লগার সত্যলিখন। ওনার আসল নাম হচ্ছে পারভীন সুলতানা। বয়সে আমার অনেক অনেক সিনিয়র। আমি ওনাকে আপা বলেই ডাকি। ফেইসবুকে আপার সাথে চ্যাট করি। বিভিন্ন বিষয় শেয়ার করি।

পারভীন আপা, ফেইসবুকে ও ব্লগে কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করে ইসলামের বানী প্রচার করে যাচ্ছেন। আপার লিখা যে কেউ একবার পড়লেই ভক্ত হয়ে যায়। এত সুন্দর করে পোষ্ট দেন কি আর বলব আমি কয়েকবার পড়ে ফেলি।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, পারভীন আপা এখন অসুস্থ। অসুস্থতার কারনে আজ থেকে আর নেটে বসতে পারবেন না। বাসায় নাকি ইন্টারনেটের লাইন কেটে দিবে। নেটে থাকতে পারবে না বলে আপার নাকি মন খারাপ থাকবে। আমি ও ওনাকে সুস্থ না হওয়া পর্যন্ত নেটে না আসার জন্য অনুরোধ করেছি। পারভীন আপা, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা! আসুন আমরা সবাই আমাদের এই প্রিয় ব্লগারের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করি। আল্লাহ তায়ালা যেন আমাদের এই বোনকে দ্রুত সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।

হে আল্লাহ! তুমি পারভীন আপাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমিন।

একজন আদর্শ স্বামীর গল্প

সত্যলিখন এর ব্লগ

ব্লগ পরিসংখ্যান

পোস্ট লিখেছেনঃ ৮০ টি

মন্তব্য করেছেনঃ ২৯ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ৩২৩ টি

ব্লগ পঠিত হয়েছেঃ ১৬৯৩৭ বার

ব্লগে আছেনঃ ৭ মাস ২৩ দিন

বিষয়: বিবিধ

২৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File