۞۞ সাঁতার না জানলে পানিতে ডুবে মরতে হয় ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০১ অক্টোবর, ২০১৩, ০৭:৫২:৩৮ সন্ধ্যা









সাঁতার না জানলে পানিতে ডুবে মরতে হয়। তাতে কোন সন্দেহ নেই। তাই সাঁতার কাঁটার আগে কিভাবে সাঁতার কাটতে হয় আমাদেরকে শিখতে হবে। রাজনীতি করতেও হলেও অতীত/বর্তমান/ভবিষ্যৎ চিন্তা করতে হয়। হুট করে যে কোন দলে ঢুকে পড়লেই চলবে না সেই দলের কর্মকান্ড ভাল করে পর্যবেক্ষন তারপর সিদ্ধান্ত নিতে হয়।

বাঘের বাচ্চা নামক সাকা চৌধুরী আজ ফাঁসির আসামী। তার এই দুঃসময়ে আজ বিএনপি নামক দলটির ভুমিকা নিয়ে নানান গুঞ্জন চলছে। যে দল দুঃসময়ে পাশে থাকে না সেই দল করেইবা কি লাভ? সেই দলকে ও সমর্থন করে কি লাভ?

দেশের বেশীর ভাগ মানুষ আওয়ামীলীগকে পছন্দ করে না বলে বিএনপিকে বাধ্য হয়ে ভোট দেয়। আর তারা জয়ী হয়ে আওয়ামীলীগের মতই আচরণ করে। আসলে জনগন এখন অসহায়----------------------------------

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File