۞۞ পিকচার অব দ্যা ডে ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৫৪:৫৪ সন্ধ্যা





উপরের ছবিটি রাজধানী ঢাকার সদর ঘাটের। সদর ঘাটের আশে পাশের এলাকায় গেলে মনে হয় এই নদীর কোন অভিভাবক নাই। অভিভাবক থাকলে কি আর এই রকম অপরিচ্ছন্ন থাকত? এই নদীর পানি ময়লায় কালো বিষাক্ত হয়ে গেছে। এর জন্য দায়ী কারা? কারা এই নদীর পরিবেশ দুষণ করছে?

আমাদের দেশের রাজনীতিবিদরা দেশ নিয়ে কত স্বপ্ন দেখেন। নদীর এই চিত্র দেখলেই বুঝায় যায় যে তারা দেশকে কতটা ভালবাসেন।



উপরের চিত্রটি দুবাই ক্রিকের। এই নৌকার মাঝিরা বেশীর ভাগ প্রবাসী বাংলাদেশী। তারা দুবাই ক্রিককে পরিস্কার-পরিচ্ছন্ন রাখে। নোংরা করলে যে দেশে চলে যেতে হবে সেই কথাটি মাথায় রেখে তারা এই ক্রিকে ময়লা-আবর্জনা ফেলে না।

প্রতিদিন দুবাই ক্রিকে পরিস্কার অভিযান চলে। শুধু দুবাই ক্রিক কেন দুবাই শহরের রাস্তাগুলো ও পরিস্কার-পরিছন্ন।

আমাদের দেশের রাজনীতিবিদরা দুবাই শহরসহ পৃথিবীর বিভিন্ন শহরে সফর করেন। তারা কি শিক্ষা নিতে পারে না? তারা কি আমাদের দেশটাকে সুন্দর রাখতে পারে না?

ব্লগে-ফেইসবুকে আপনার চারপাশের সুন্দর-অসুন্দর দৃশ্যগুলোর চিত্র তুলে ধরুন। হয়তবা কারো নজরে আসলে সমাধানও হতে পারে--------------------

●▬▬▬▬▬▬▬ஜ۩۩ஜ▬▬▬▬▬▬▬●

ஜ۩۩ஜ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউএই ஜ۩۩ஜ

বিষয়: বিবিধ

৩৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File