۞۞۞ দুবাই ক্রিকে বাংলাদেশী মাঝি ۞۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ আগস্ট, ২০১৩, ০৬:০৫:৫৯ সন্ধ্যা



গাড়ী চলাচলের জন্য দুবাই ক্রিকের উপর বড় বড় কয়েকটি ব্রিজ আছে। তারপরেও পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এখনো দুবাই ক্রিকে নৌকা চলাচল করে। এই নৌকায় বসে দেরা দুবাই থেকে বার দুবাই আসা-যাওয়া করা যায়। একটি নৌকায় বিশজন যাত্রী বসতে পারে। প্রতিজন ভাড়া মাত্র ১ দিরহাম। মজার বিষয় হচ্ছে এই নৌকার বেশীর ভাগ মালিক বাংলাদেশী। আর মাঝিও বাংলাদেশী। আমার কর্মস্থলে পাশেই দুবাই ক্রিক। প্রতিদিন আমাদের এই প্রবাসী ভাইদের সাথে দেখা হয়। ভ্রমনকারীরা এই নৌকা দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে---------------------

আগামীতে হয়ত দুবাই ক্রিক থেকে নৌকা তুলে দেবার সম্ভাবনা আছে। শুনেছি দুবাই ক্রিকের উপর ঝুলন্ত ব্রিজ তৈরী হবে। এই ঝুলন্ত তৈরী হলে আমাদের দেশের প্রবাসী নৌকার মাঝিরা বেকার হয়ে যাবে-------তারা হয়ত অন্য পেশায় চলে যাবে------------------























۞۞۞ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউএই ۞۞۞

বিষয়: বিবিধ

২৬২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File