۞۞ আমরা একজন সংস্কৃতিমনা মেয়ে খুজছি ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ আগস্ট, ২০১৩, ১২:৪৭:৩৩ দুপুর



সংবাদ, টকশো ছাড়া টিভিতে অন্যকিছু দেখিনা। দেখার টাইমও নাই। গতরাতে একটি টিভি চ্যানেলে ঈদের বিশেষ নাটকের কিছু ডায়ালগ শুয়ে শুয়ে শুনছিলাম। কথাগুলো বারবার মনে পড়ছে। তাই আপনাদেরকে শেয়ার করছি-----------------

ছেলের জন্য পাত্রী দেখতে ছেলেসহ পরিবারের সবাইকে নিয়ে পাত্রীর বাড়ীতে হাজির হয়েছেন মফিজ সাহেব। নাস্তাপর্ব শেষ করে সবাই নিজেদের (পাত্র-পাত্রীর) গুনগান গাইতে ব্যস্ত। আলোচনার এক পর্যায়ে ছেলের মা বলল" আসলে আমরা একজন সংস্কৃতিমনা মেয়ে খুজছি। আপনাদের মেয়ে দেখে মনে হচ্ছে ও সংস্কৃতিমনা---------------------------"

মুলসিম পরিবারের মাতা-পিতারা তাদের বিবাহযোগ্য সন্তানের জন্য ধার্মিক মেয়ে না খুজে সংস্কৃতিমনা মেয়ে খুজে বেড়ায়। খুব দুঃখজনক।

একজন সংস্কৃতিমনা মেয়ে আর একজন ধার্মিক মেয়ের মধ্য আকাশ-পাতাল পার্থক্য। সংস্কৃতিমনা মেয়ে বলতে নাচ-গান-আবৃত্তি-অভিনয়ে পারদর্শী মেয়েকে বুঝায়। ধার্মিক মেয়ে বলতে যে পাঁচওয়াক্ত নামায পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামিক বই পড়ে, পর্দা মেনে চলে..

কাকে পুত্রবধু করলে আপনাদের পরিবারে সুখ-শান্তি বাড়বে, আপনাদের ছেলের জীবনটা সুন্দর হবে একটু ভেবে দেখবেন। সৃংস্কৃতিমনা মেয়ে নাকি ধার্মিক মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলবেন মাতা-পিতারা একটু চিন্তা করবেন।

আমিও সংস্কৃতির বাইরে নই। মেয়েরা নাচ-গান-আবৃত্তি-অভিনয় যা কিছু করুক না কেন শালীনতার ভিতরে থাকতে হবে।

বর্তমানে বিনোদন জগতে অশ্নীলতার ছড়াছড়ি। নাচ-গান-অভিনয়-কৌতুক-আবৃত্তি সব জায়গায় অশ্নীলতা বেড়েই চলেছে। তাই অশ্নীলতাকে সংস্কৃতি না বলে অপসংস্কৃতিই বলা চলে। বর্তমানে সুস্থ সংস্কৃতির বড় অভাব। তাই সুস্থ সংস্কৃতিতে চলাফেরা এখন আর সম্ভব নয়। এক শ্রেনীর মানুষ আমাদের দেশীয় সংস্কৃতিকে নোংরামীর শেষ পর্যায়ে নিয়ে গেছে।

তাই আসুন আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করি। বিনোদনের জন্য যেমন সংস্কৃতির প্রয়োজন আছে তেমনি দুনিয়া ও আখিরাতে ভাল থাকার জন্য ধর্মের বিধি-নিষেধ মেনে চলাও দরকার। শুধুমাত্র সংস্কৃতিকে আকড়ে ধরে ধর্মীয় বিধি-নিষেধ উপেক্ষা করে জীবন-যাপন করলে সংসার জীবনে কোনদিন শান্তি আসবে না--------------------------------

বিষয়: বিবিধ

১৭৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File