۞ আমার কাছে লুঙ্গির মত আরামদায়ক পোশাক আর কিছু নেই ۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ জুলাই, ২০১৩, ০২:১৯:৩২ দুপুর
আমাদের জাতীয় পোষাক কী? আমি দীর্ঘ দিন ধরে খুজে পাচ্ছি না। আমাদের জাতীয় জীবনে লুঙ্গী'র অবস্থান, গুরুত্ব সহ নানাদিক আমার ভাবনায় ঘুরপাক খাচ্ছে। লুঙ্গী পরে রাত কাটায় নাই, এমন পুরুষ বাংলাদেশে আছে কি না, তা আমার জানা নাই। প্রবাসীরা দেশ থেকে প্রবাসী হওয়ার সময় কমপক্ষে চার/পাঁচটি লুঙ্গী নিয়ে যাবেই।
আর আমার কাছে লুঙ্গির মত আরামদায়ক পোশাক আর কিছু নেই। ছোট বেলা হতেই লুঙ্গি পরার অভ্যাস আছে। আর লুঙ্গি পরা নিয়ে কখনো কোন বিব্রতকর অবস্থায় পরিনি। অবশ্য আজকালকার পোলাপান কেন যে লুঙ্গি পরে না তা আল্লাহই ভাল জানেন।
১। লুঙ্গি জগতের মধ্যে সহজতম পোষাক।
২। লুঙ্গিতে ছেলেদের একচেটিয়া অধিকার। কোন মেয়েকে বলতে শুনি নাই আমার লুঙ্গি পরার অধিকার চাই।
৩। লুঙ্গি মধ্যবিত্ত পুরুষের ড্রেসিং রুম।
৪। এবং সবশেষে ..... লুঙ্গি চরম বেইজ্জতি হবার মতো একটি রিস্কি পোষাক! (যে কোন সময় খুলে যেতে পারে)
۞۞۞ লুঙ্গী ۞۞۞
লিখেছেন প্রবাসী মজুমদার (১৯ মে ২০১১, বিকেল ০৪:৫৩)
লুঙ্গিতে নাক মুছে ঝেড়ে ফেলি সর্দি
খাওয়া-ওজু শেষে মুছি মুখ-হাত কব্জি।
লুঙ্গিতে করি কাজ সকাল বিকাল
লূঙ্গি না ভিজিয়ে পার হই খাল।
শীত রাতে ঠান্ডায় যদি ভাঙ্গে ঘুম
লুঙ্গিতে দেহ ডেকে রুখি নির্ঘুম।
লুঙ্গি পড়ে করি পুকরে গোসল
ঘষে-মেঝে ফেলে দেই শরীরের মল।
তীরে উঠে বেঁকে মুছি মাথা-জমা-জল
লুঙ্গিতে লুকে আছে হাজারো সুফল।
লুঙ্গি ডিঙ্গীতে মোরা পানিতে ভাসী
লুঙ্গি বড় প্রিয় বাচেঁ গ্রামবাসী।
লুঙ্গি পরে কৃষক জমি করে চাষ
লুঙ্গিতে পড়া যায় নিত্য নামাজ।
লু্ঙ্গির উপরে পরা যায় প্যান্ট,
লুঙ্গিতে আরামে করা যায় ধ্যান।
উঠা বসায় লুঙ্গিতে নেই কোন জুড়ি
লুঙ্গি কেটে হয় পাতিলের নুড়ি।
লুঙ্গি - বাঙ্গালীর বড়ই আপন
লুঙ্গিতে সারা যায় সব প্রয়োজন।
পুরুষের জন্য পায়ের গিরার নিচ পর্যন্ত পোশাক পরা হারাম। এর জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন: “যে ব্যক্তি পায়ের টাখ্নুর নীচ পর্যন্ত কাপড় পরিধান করবে, সে দোযখে যাবে।” (বুখারী, লিবাস অধ্যায়, হাদীস নং-৫৩৪১)
(বেশীর ভাগ পুরুষ গিরার উপরেই লুঙ্গী পরে থাকে। তাই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে লুঙ্গী অনেক উপকারী ও দরকারী পোষাক।)
বিষয়: বিবিধ
৪৯০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন