۩۞۩ আমাদের সোনামণিরা (প্রিয় ব্লগারদের পুত্র-কন্যা) ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৮ জুন, ২০১৩, ০৮:১০:৪৭ রাত
উপরের ছবিতে ব্লগার আধা শিক্ষিত মানুষের ছেলে মাহমুদ
ব্লগার ড. সালেহ মতিন ভাইয়ের পুত্র রাতিব রিদওয়ান
ব্লগার চোরাবালি এর পুত্র জুনিয়র চোরাবালি
ব্লগার আবু তাহের মিয়াজী ভাইয়ের পুত্র তালহা
ব্লগার রিদওয়ানের আম্মুর পুত্র রিদওয়ান
ব্লগার বাকপ্রবাসের কন্যা উমামা
ব্লগার সিটিজি৪বিডি এর কন্যা জারিফা আমরিন
আতা গাছের তোতা পাখি
ডালিম গাছে মউ,
এত ডাকি তবু কথা
কওনা কেন বউ?
ব্লগার রেহনুমা বিনতে আনিস আপার পুত্র রিহাম
ব্লগার প্রবাস জীবন এর কন্যা রিমাজ
ব্লগার ওহিদুল ইসলাম ভাইয়ের পুত্র আবির
ব্লগার জোছনার আলোর ভাতিজা-ভাতিজী (ইফতি-আলিফ-ইলমা
ব্লগার রেজাউল করিম এর কন্যা রায়া
ব্লগার উম্মু শাবাব এর কন্য তাহিরা
ব্লগার আবু আশফাক এর পুত্র আব্দুল্লাহ আদনান লাবীব
এবং
আব্দুল্লাহ আশফাক মামনুন
ব্লগার প্যারিস থেকে আমি এর ভাগিনী মুমতাহিনা তাজরি
ব্লগার ডাক্তার হাবিবুর রহমান এর পুত্র আব্দুল্লাহ আল আনাস ইবনে হাবিব
۞ শিশুদের আনন্দিত রাখার ফযিলতঃ ۞
শিশুদের আনন্দ দেয়ার ফযিলত সম্বলিত একটি হাদিস কানযুল উম্মাল গ্রন্থে বর্ণিত হয়েছে।
মহানবী (সাঃ) ইরশাদ করেন- “জান্নাতে একটি গৃহ রয়েছে, যাকে দারুল ফারহ (আনন্দের ঘর) বলা হয়। তাতে ঐ সমস্ত লোকেরা প্রবেশ করবে, যারা নিজ সন্তানদের সন্তুষ্ট রাখবে।
উল্লেখিত হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) নিজ সন্তানদের সন্তুষ্ট রাখার প্রতিদান স্বরুপ জান্নাতের শুভ সংবাদ দান করেছেন। এতে জানা গেল যে, সন্তানদের সন্তুষ্ট রাখা আল্লাহ তায়ালা সন্তুষ্টির কারন।
۞ শিশুদের সন্তুষ্ট রাখার কয়েকটি পন্থা রয়েছে, যেমনঃ
১. শিশুরা যখন খেলা-ধূলা করবে, তখন তাদের সাথে খেলা-ধুলায় শরীক হওয়া।
২. শিশুদের ছোট ছোট বৈধ আবদার ও দাবীসমুহ পূর্ন করা।
৩. শিশুদের সাথে সুন্দর ব্যবহার ও হাসিমুখে কথা বলা।
৪. শিশুদেরকে এমন এমন কেচ্ছা-কাহিনী ও কৌতুক শুনানো যাতে হেসে লুটোপুটো খায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে, হাসি কৌতুক যেন মিথ্যায় ভরা না হয় এবং এর দ্বারা কারো অপমান উদ্দেশ্য না হয়।
==================================
۞۞۞ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ۞۞۞
বিষয়: বিবিধ
৪১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন