۩۞۩ ঢাকার ফুটপাতের রাজা-বাদশারা ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ মে, ২০১৩, ০৮:১১:৫১ রাত



ঢাকা শহরের ফুটপাতগুলোতে অসংখ্য ভাসমান মানুষ বসবাস করে। তাদেরকে দেখলে খুব মায়া লাগে। ঢাকার ফার্মগেট এলাকার পাশের পার্কে ও কিছু ভাসমান ছোট ছোট ছেলে দল বেঁধে সারাদিন খেলা করে। পার্কের গাছে উঠে গান শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ে।











মা হোটেল থেকে/ডাস্টবিন থেকে বাসি খাবার সংগ্রহ করে সন্তানদেরকে নিয়ে পার্কে বসে খাচ্ছে। এই দৃশ্য দেখলে চোখে আসে। মনটা খারাপ হয়ে যায়।



মা তার সন্তানকে নিয়ে পার্কে ঘুমাচ্ছে। একটু বৃষ্টি হলেই কোন বিল্ডিংয়ের নীচে আশ্রয় নিতে হবে।



মা হয়ত কোন বাসা বাড়িতে কাজ করতে গেছে। এই সুযোগে আদরের ছোট ভাইটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।



ক্যামেরা দেখে ওরা পালাচ্ছে। ওদের ভবিষ্যত কোথায়? বড় হয়ে ওরা কি করবে?



হরতালের দিনে ফার্মগেটের চিত্র। হরতালের ডাক দিলেই দুর পাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু অফিসগামী মানুষদের জীবনের ঝুকি নিয়ে অফিসে যেতে হয়।





ফার্মগেট ঢাকা। অবৈধ দোকানদারদের দখলে চলে গেছে ঢাকার ফুটপাত। বড় লোকেরা/রাজনীতিবিদরা এসি গাড়ীতে করে যাতায়াত করে বলে ফুটপাত দিয়ে হাটতে হয় না। কিন্তু যত কষ্ট সাধারন পথচারীদের।



উপরের চিত্রগুলো দেখলে বুকট ফাইট্টা যায়। কিছুই করার নাই। আমার যে ক্ষমতা নাই। আল্লাহ যাদেরকে এইসব দেখার দায়িত্ব দিয়েছে তারা যদি সঠিক দায়িত্ব পালন না করে তাহলে কেয়ামতের দিন বিচার দিনের মালিকের সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে---------------------

ছবিঃ সিটিজি৪বিডি

বিষয়: বিবিধ

৩২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File