== ঢাকায় এসে প্রিয় ব্লগারদের প্রকাশিত বই সংগ্রহ করেছি ==
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ এপ্রিল, ২০১৩, ১০:২৬:১৮ সকাল
অবগুন্ঠিত আলাপন (ব্লগারঃ নূর আয়েশা সিদ্দিকা)
নানার রঙের মানুষ (ব্লগারঃ রেহনুমা বিনত আনিস)
বিয়ে (ব্লগারঃ রেহনুমা বিনত আনিস)
বিয়ের ইন্টারভিউ (ব্লগার প্রবাসী মজুমদার)
প্রবাস কাহন (ব্লগারঃ লোকমান,সৌদি আরব)
অটুট ঈমান (ব্লগারঃ মাই নেম ইজ খান)
উপরোক্ত বই গুলো আমাদের প্রিয় ব্লগার মাই নেম ইজ খান ভাই এর খান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বই গুলো দোকান নং ৩৮, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকায় পাওয়া যাচ্ছে।
স্বপ্ন দিয়ে বোনা (১২১জন ব্লগারদের লিখা নিয়ে বই) বইটিও খান ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
বইগুলো হাতে পেয়ে পড়া শুরু করে দিয়েছি। প্রিয় ব্লগারদের বই সংগ্রহ করতে পেরে খুব ভাল লাগছে। আজ আমাদের প্রিয় ব্লগার নুর আয়েশা সিদ্দিকা আপার বই "অবগুন্ঠিত আলাপন" এর জ্যেৎস্নালোকিত হৃদয় থেকে কিছু লাইন শেয়ার করছি।
====জীবনের চলার পথকে কখনো লোভ-লালসা আর মিথ্যা মরীচিকায় জড়িয়ে কদর্য করে ফেলনা। তাহলে দেখবে সত্য সুন্দরের আলোক শিখাটা তোমার বুকের ভেতর হতে কখন যে নিভে গেছে তুমি টেরও পাওনি। তখন অন্ধকারের কালিমায় চাপা পড়ে যাবে তোমার হৃদয়ের সৌন্দর্যতা। তাকিয়ে দেখ, শুভ্র আকাশ আর দিগন্ত বিস্তৃত সবুজের দিকে। এই প্রকৃতি কখনো নিয়ম ভাঙ্গেনা বলেই কত সুন্দর পবিত্রতায় মাখা। আমাদের মানুষদেরকেও তাই হতে হবে। যতই তুমি প্রভুর প্রদর্শিত পথ ধরে নিজকে এগিয়ে নেবে ততই তোমার চলার পথ সত্য সুন্দরের রোদ্দুরে উদ্ভাসিত হয়ে যাবে। যার আলোয় আলোকিত হবে গোটা সমাজ।
পৃষ্টা-৩২
===মোহাম্মদ জামাল উদ্দীন, ফার্মগেইট, ঢাকা==
বিষয়: সাহিত্য
২৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন