ট্যুর এন্ড ট্রাভেলঃ ছবিতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ এপ্রিল, ২০১৩, ১১:২৪:১০ সকাল



পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১০/১২ কিঃমি দুরে এই সৈকত। নিউ মার্কেট অথবা শহরের অন্যান্য স্থান থেকে এক/দেড় ঘন্টায় টেক্সি নিয়ে সৈকতে যাওয়া যায়। ভাড়া মাত্র ১০০ থেকে ২০০ টাকা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বঙ্গোপসাগর দেখা যায়। সকাল থেকে রাত পর্যন্ত সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড় থাকে।

শীতকালে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা পতেঙ্গা সমুদ্র সৈকতে পিকনিক করতে আসে।

ছবিতে আজকে আপনাদেরকে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে দেখাব।





চট্টগ্রাম শহরকে সাগরের জ্বলোচ্ছাস থেকে রক্ষা করার জন্য বড় বড় পাথর বসানো হয়েছে। সাগরের পাড় দিয়ে চট্টগ্রাম নেভাল একাডেমী-চট্টগ্রাম বিমান বন্দর যাওয়া যায়।



পতেঙ্গা সমুদ্র সৈকতে বিনোদনের জন্য--







পতেঙ্গা সমুদ্র সৈকতে খাওয়া-দাওয়া--(সৈকতের রাস্তার দোকান গুলিতে পর্দা দিয়ে ঘেরা। প্রেমিক-প্রেমিকাদের অমামাজিক কর্মকান্ড পরিচালা করার জন্যই এই ব্যবস্থা)













পতেঙ্গা সমুদ্র সৈকতে শপিং--(এখানে সুটকি মাছ, সামুদ্রিক হস্ত শিল্প সামগ্রী পাওয়া যায়)









নিরাপত্তা ব্যবস্থা--(নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স রয়েছে। তারপরেও বখাটেরা পর্যটকদেরকে উত্তেক্ত্য করে থাকে। বিশেষ করে সন্ধ্যার পরে পরিবার নিয়ে অবস্থান না করায় উত্তম।







সৈকতের রাস্তায় দোকান নির্মান করে সৈকতের সৌন্দর্যকে নষ্ট করেছে। পরিকল্পিত ভাবে সৈকতকে গড়ে তুলতে পারলে সৈকতে বিদেশী পর্যটক ও আসতে পারে। সৈকতে এখনো কোন আবাসিক হোটেল না থাকার কারনে পর্যটকদেরকে সন্ধ্যার আগেই চলে যেতে হয়। তাই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাকে পর্যটন এলাকা ঘোষনা করে পরিকল্পিত ভাবে আবাসিক হোটেল, শপিং মল, মসজিদ, পার্ক, গাড়ী পার্কিং তৈরা করা দরকার।

বিষয়: বিবিধ

৩৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File